জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত তিন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার আসামীদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন— উপজেলার পাইলাগাঁও ইউনিয়নের বড় কাতিয়া গ্রামের শরিয়ত উল্লার ছেলে (২টি চেক ডিজঅনার মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত) শানুর মিয়া (৩৮), সৈয়দপুর—শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া গ্রামের ইয়াদ উল্লার ছেলে (মারামারি মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত) সিতাই মিয়া (৫৫) ও মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি হাড়গাঁও গ্রামের মৃত ছৈদ আলীর ছেলে হোসাইন আহমদ (৩৫)।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। বিভিন্ন এলাকায় একাধিকবার অভিযান চালিয়ে থানার উপপরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন, এসআই মিজানুর রহমান ও উপসহকারি পরিদর্শক এএসআই নূরে আলম সিদ্দিকের যৌথ নেতৃত্বে সাজাপ্রাপ্ত ওই তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত ৩ আসামী গ্রেপ্তার
-
সংবাদকর্মীর নাম
- প্রকাশের সময় : ০৩:৪৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
- ৮৯
জনপ্রিয় সংবাদ