সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২১এপ্রিল) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দ্বায়িত্ব) লুৎফুর রহমাননের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ সাইদুর রহমান, সাংবাদিক মীর আমান মিয়া লুমান, উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মুহাম্মদ মহসিন মিয়া, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পীর আব্দুল খালিক রাজা, নূরুল আলম,আব্দুল মতিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রনব লাল দাস, কালবেলা পত্রিকার ছাতক প্রতিনিধি সাকির আমিন, পৌরসভার কর আদায়কারি জামাল উদ্দিন, উপজেলা প্রকল্পবাস্তবায়ন সহকারি কর্মকর্তা মোহাম্মদ আসাদ আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এহসানুল মাহবুব জুবায়ের, উপ-প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন, জয়দেব চন্দ্র দেবনাথ প্রমূখ।
সভায় দূর্যোগ মোকাবিলায় প্রস্ততি হিসাবে যথাযথ সময়ের মধ্যে ধানকাটা সম্পন্ন করা, বন্যার আশংকা দেখাদিলে প্রতি ইউনিয়নে ১০ টি নৌকার ব্যবস্থা করা,মাঝির মোবাইল নম্বর রাখা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণে প্রস্তত থাকা সহ নানা সহযোগিতা মূলক ব্যবস্থা গ্রহন করা।