Sylhet ০৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে সড়ক দুর্ঘটনা রোধে, মোবাইল কোর্ট পরিচালনা

 

সুনামগঞ্জের ছাতকে সড়ক দুর্ঘটনা রোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে সড়ক পরিবহন আইনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
গত শুক্রবার (১৮ এপ্রিল) বিকালে সুরমা ব্রীজের পাগল হাছান চত্ত্বর এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম।
জানা যায়, ছাতকে গত কয়েক মাসে সড়ক দুর্ঘটনায় বেড়েছে নিহতের সংখ্যা। বেশির ভাগ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। এরই ধারাবাহিকতায় সড়কে চলাচলকারী গাড়ি ও মোটরসাইকেল চালক এবং জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম। এসময় সড়কে হেলমেট বিহীন মোটরসাইকেল আরোহী, ফিটনেস বিহীন চলাচলকারী গাড়ি, ড্রাইভিং লাইসেন্স বিহীন গাড়ি চালকদের সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় বিভিন্ন অংকের জরিমানা আদায় করা হয়। পরে ছাতক বাজারের ফুটপাত অবৈধ দখল মুক্ত করার জন্য বাজারের ফুটপাতের দোকানদারদের দখল ছাড়ার জন্য নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম।
এসময় ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেসুর রহমান আকন্দ, ছাতক ট্রাফিক পুলিশের অফিসার ইনচার্জ মো. বায়জিদ মাহবুব, এস আই আখতারুজ্জামান সহ ছাতক থানা পুলিশ, ট্রাফিক পুলিশ, সাংবাদিকবৃন্দ উপস্তিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, অতি গতির কারণে বেশিরভাগ সড়ক দুর্ঘটনা হচ্ছে। দুর্ঘটনা এড়াতে মানুষকে সচেতন করা হচ্ছে। দুর্ঘটনা কমাতে আমাদের সকলের সচেতন হওয়া প্রয়োজন, এতো দুর্ঘটনার পরেও মানুষ সচেতন না,মোবাইল কোর্টে জরিমানা করা মূল লক্ষ্য নয়, জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য।এসময় সচেতনতা বৃদ্ধিতে উপজেলা প্রশাসনের এ ধরনের পদক্ষেপ আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Sylhet Vision

জনপ্রিয় সংবাদ

ছাতকে সড়ক দুর্ঘটনা রোধে, মোবাইল কোর্ট পরিচালনা

প্রকাশের সময় : ০৪:১৪:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

 

সুনামগঞ্জের ছাতকে সড়ক দুর্ঘটনা রোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে সড়ক পরিবহন আইনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
গত শুক্রবার (১৮ এপ্রিল) বিকালে সুরমা ব্রীজের পাগল হাছান চত্ত্বর এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম।
জানা যায়, ছাতকে গত কয়েক মাসে সড়ক দুর্ঘটনায় বেড়েছে নিহতের সংখ্যা। বেশির ভাগ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। এরই ধারাবাহিকতায় সড়কে চলাচলকারী গাড়ি ও মোটরসাইকেল চালক এবং জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম। এসময় সড়কে হেলমেট বিহীন মোটরসাইকেল আরোহী, ফিটনেস বিহীন চলাচলকারী গাড়ি, ড্রাইভিং লাইসেন্স বিহীন গাড়ি চালকদের সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় বিভিন্ন অংকের জরিমানা আদায় করা হয়। পরে ছাতক বাজারের ফুটপাত অবৈধ দখল মুক্ত করার জন্য বাজারের ফুটপাতের দোকানদারদের দখল ছাড়ার জন্য নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম।
এসময় ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেসুর রহমান আকন্দ, ছাতক ট্রাফিক পুলিশের অফিসার ইনচার্জ মো. বায়জিদ মাহবুব, এস আই আখতারুজ্জামান সহ ছাতক থানা পুলিশ, ট্রাফিক পুলিশ, সাংবাদিকবৃন্দ উপস্তিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, অতি গতির কারণে বেশিরভাগ সড়ক দুর্ঘটনা হচ্ছে। দুর্ঘটনা এড়াতে মানুষকে সচেতন করা হচ্ছে। দুর্ঘটনা কমাতে আমাদের সকলের সচেতন হওয়া প্রয়োজন, এতো দুর্ঘটনার পরেও মানুষ সচেতন না,মোবাইল কোর্টে জরিমানা করা মূল লক্ষ্য নয়, জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য।এসময় সচেতনতা বৃদ্ধিতে উপজেলা প্রশাসনের এ ধরনের পদক্ষেপ আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।