Sylhet ০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঈদে ফিলিং স্টেশন নিয়ে আসতে পারে নতুন সিদ্ধান্ত

ঈদুল ফিতর উপলক্ষে ঈদের দিনসহ এর পূর্বের ৭ দিন এবং পরের ৫ দিন সিএনজি ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

এছাড়াও যাতায়াতের সুবিধার্থে রাজধানীকে যানজটমুক্ত রাখতে গার্মেন্টসসহ সকল শিল্প-কারখানার শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি দেওয়ার ব্যাপারেও সংশ্লিষ্টদের সাথে আলোচনা করা হবে বলেও জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে বনানীস্থ বিআরটিএ’র সদর কার্যালয়ে আসন্ন ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে সড়ক পথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে করণীয় নির্ধারণ সংক্রান্ত সভা শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

ওবায়দুল কাদের জানান, ঈদের আগের ৩ দিন ও পরের ৩ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখতে হবে। তবে নিত্য প্রয়োজনীয় খাদ্য-দ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহনসমূহ এর আওতামুক্ত থাকবে। জাতীয় মহাসড়ক ও করিডোরসমূহের রক্ষণাবেক্ষণ ও মেরামত ঈদের ৭ দিন আগে সম্পন্ন করতে হবে। সারাদেশে সম্ভাব্য যানজটের ১৫৫টি স্পট চিহ্নিত করা হয়েছে। সেগুলো ঈদের আগে এবং পরে মনিটরিং এর আওতায় আনতে হবে।

এছাড়াও, পণ্য পরিবহণকারী যানবাহনে যাত্রী বহন না করা, নির্দিষ্ট ২২টি সড়ক-মহাসড়কে থ্রি-হুইলার চলাচল নিষিদ্ধের সিদ্ধান্ত কার্যকর করতে হবে বলেও তিনি জানান। সভা শেষে মন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করেন।

উল্লেখ্য, এর আগে ১২ মার্চ বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, ৭ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ২৪ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন খোলা থাকবে। ১৯ এপ্রিল থেকে ফের আগের অবস্থায় যেতে বলা হয়। অর্থাৎ ১৯ এপ্রিল থেকে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধের আদেশ বহাল থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় পাঁচ সাংবাদিককে আসামি

ঈদে ফিলিং স্টেশন নিয়ে আসতে পারে নতুন সিদ্ধান্ত

প্রকাশের সময় : ০২:৪৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪

ঈদুল ফিতর উপলক্ষে ঈদের দিনসহ এর পূর্বের ৭ দিন এবং পরের ৫ দিন সিএনজি ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

এছাড়াও যাতায়াতের সুবিধার্থে রাজধানীকে যানজটমুক্ত রাখতে গার্মেন্টসসহ সকল শিল্প-কারখানার শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি দেওয়ার ব্যাপারেও সংশ্লিষ্টদের সাথে আলোচনা করা হবে বলেও জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে বনানীস্থ বিআরটিএ’র সদর কার্যালয়ে আসন্ন ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে সড়ক পথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে করণীয় নির্ধারণ সংক্রান্ত সভা শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

ওবায়দুল কাদের জানান, ঈদের আগের ৩ দিন ও পরের ৩ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখতে হবে। তবে নিত্য প্রয়োজনীয় খাদ্য-দ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহনসমূহ এর আওতামুক্ত থাকবে। জাতীয় মহাসড়ক ও করিডোরসমূহের রক্ষণাবেক্ষণ ও মেরামত ঈদের ৭ দিন আগে সম্পন্ন করতে হবে। সারাদেশে সম্ভাব্য যানজটের ১৫৫টি স্পট চিহ্নিত করা হয়েছে। সেগুলো ঈদের আগে এবং পরে মনিটরিং এর আওতায় আনতে হবে।

এছাড়াও, পণ্য পরিবহণকারী যানবাহনে যাত্রী বহন না করা, নির্দিষ্ট ২২টি সড়ক-মহাসড়কে থ্রি-হুইলার চলাচল নিষিদ্ধের সিদ্ধান্ত কার্যকর করতে হবে বলেও তিনি জানান। সভা শেষে মন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করেন।

উল্লেখ্য, এর আগে ১২ মার্চ বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, ৭ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ২৪ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন খোলা থাকবে। ১৯ এপ্রিল থেকে ফের আগের অবস্থায় যেতে বলা হয়। অর্থাৎ ১৯ এপ্রিল থেকে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধের আদেশ বহাল থাকবে।