Sylhet ০১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

জগন্নাথপুর প্রেসক্লাবের নতুন সদস্যের জন্য মনোনীত হলেন যারা

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0;?brp_mask:0;?brp_del_th:null;?brp_del_sen:null;?delta:null;?module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 36;

ঐতিহ্যবাহী জগন্নাথপুর প্রেসক্লাবের নতুন সদস্য সংগ্রহ শুরু হয়েছে।

শনিবার(২ নভেম্বর) বিকেলে নতুন সদস্যদের হাতে সদস্য অন্তর্ভুক্তির চিঠি তুলে দেন জগন্নাথপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তাজউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু ও যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব। এসময় নতুন প্রাথমিক সদস্যদের স্বাগত জানিয়ে সাংবাদিকতা পেশার ভাবমূর্তি রক্ষা করে পেশাগত দায়িত্ব পালন করতে আহ্বান জানানো হয়।

নতুন সদস্যদের মধ্যে শনিবার যারা সদস্যে পদের জন্য মনোনীত হন তাঁরা হলেন মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল (সংগ্রাম),আমিনুল হক সিপন (দৈনিক  উত্তরপূর্ব), হুমায়ুন কবির (নয়া দিগন্ত), গোবিন্দ দেব (কালবেলা ও বাংলা টিভি), হিফজুর তালুকদার জিয়া(দিনকাল), গোলাম সারোয়ার (দৈনিক যায়যায়দিন), জুয়েল আহমদ(আজকের পত্রিকা), আমিনুর রহমান জিলু(সকালের সময়), রেজুয়ান কুরেশী(জৈন্তাবার্তা), বিপ্লব দেবনাথ(দৈনিক দেশেরকন্ঠ), সুমিত রায়(মানবজমিন), ইকবাল হোসেন (বিজয়ের কন্ঠ), রুম্মান আহমেদ (এনটিভি ক্যামেরাপার্সন), হুমায়ুন কবির ফরিদী (আজকের বসুন্ধরা), মুকিম উদ্দিন প্রমুখ।

এ ব্যাপারে প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তাজউদ্দিন আহমেদ বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। আমরা সদস্য পদের ক্ষেত্রে আর্দশ ও সাংবাদিকতার নীতিমালাকে প্রাধান্য দিচ্ছি। সর্বশেষে একজন সাংবাদিক হওয়ার জন্য দরকার আর্দশবান,সৃজনশীল এবং যুক্তিবাদী।যাদের মধ্যে এ সকল গুনাবলী বৃদ্ধমান তারাই আমাদের কাছে গ্রহনযোগ্য ও সদস্য পদ অর্জন করতে পারবেন।

প্রসঙ্গত ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত জগন্নাথপুর প্রেসক্লাব ধারাবাহিকভাবে গৌরবময় ঐতিহ্য বজায় রেখে সুনামের সহিত সাংবাদিকতা পেশার সুমহান মর্যাদা অক্ষুন্ন রেখে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছে। আগামীতে এর ধারাবাহিকতা অক্ষুন্ন রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Sylhet Vision

জগন্নাথপুর প্রেসক্লাবের নতুন সদস্যের জন্য মনোনীত হলেন যারা

প্রকাশের সময় : ০১:৫৭:০৩ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪

ঐতিহ্যবাহী জগন্নাথপুর প্রেসক্লাবের নতুন সদস্য সংগ্রহ শুরু হয়েছে।

শনিবার(২ নভেম্বর) বিকেলে নতুন সদস্যদের হাতে সদস্য অন্তর্ভুক্তির চিঠি তুলে দেন জগন্নাথপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তাজউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু ও যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব। এসময় নতুন প্রাথমিক সদস্যদের স্বাগত জানিয়ে সাংবাদিকতা পেশার ভাবমূর্তি রক্ষা করে পেশাগত দায়িত্ব পালন করতে আহ্বান জানানো হয়।

নতুন সদস্যদের মধ্যে শনিবার যারা সদস্যে পদের জন্য মনোনীত হন তাঁরা হলেন মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল (সংগ্রাম),আমিনুল হক সিপন (দৈনিক  উত্তরপূর্ব), হুমায়ুন কবির (নয়া দিগন্ত), গোবিন্দ দেব (কালবেলা ও বাংলা টিভি), হিফজুর তালুকদার জিয়া(দিনকাল), গোলাম সারোয়ার (দৈনিক যায়যায়দিন), জুয়েল আহমদ(আজকের পত্রিকা), আমিনুর রহমান জিলু(সকালের সময়), রেজুয়ান কুরেশী(জৈন্তাবার্তা), বিপ্লব দেবনাথ(দৈনিক দেশেরকন্ঠ), সুমিত রায়(মানবজমিন), ইকবাল হোসেন (বিজয়ের কন্ঠ), রুম্মান আহমেদ (এনটিভি ক্যামেরাপার্সন), হুমায়ুন কবির ফরিদী (আজকের বসুন্ধরা), মুকিম উদ্দিন প্রমুখ।

এ ব্যাপারে প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তাজউদ্দিন আহমেদ বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। আমরা সদস্য পদের ক্ষেত্রে আর্দশ ও সাংবাদিকতার নীতিমালাকে প্রাধান্য দিচ্ছি। সর্বশেষে একজন সাংবাদিক হওয়ার জন্য দরকার আর্দশবান,সৃজনশীল এবং যুক্তিবাদী।যাদের মধ্যে এ সকল গুনাবলী বৃদ্ধমান তারাই আমাদের কাছে গ্রহনযোগ্য ও সদস্য পদ অর্জন করতে পারবেন।

প্রসঙ্গত ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত জগন্নাথপুর প্রেসক্লাব ধারাবাহিকভাবে গৌরবময় ঐতিহ্য বজায় রেখে সুনামের সহিত সাংবাদিকতা পেশার সুমহান মর্যাদা অক্ষুন্ন রেখে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছে। আগামীতে এর ধারাবাহিকতা অক্ষুন্ন রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।