শেখ হাসিনা সরকারের পদত্যাগের একদফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে পুলিশের গুলিতে সাভারেই মৃত্যুর সংখ্যা ৫৫ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আন্দোলনরত চার শিক্ষার্থীসহ ৭ জন মারা গেছেন।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা মো. ইউসুফ এ সংখ্যাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ১ আগস্ট থেকে ৫ আগস্ট পর্যন্ত গুলিতে আহত এসব ছাত্র-জনতা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তারা হচ্ছেন- সাভার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শিক্ষার্থী আতিকুর রহমান (১৯), মালয়েশিয়ার টিঙ্কু আব্দুল রহমান ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির সফটওয়ার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রথম বর্ষের শিক্ষার্থী শ্রাবণ গাজী (১৭), ডেইরি ফার্ম স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী আলিফ আহমেদ হৃদয় (১৮), দশম শ্রেণির ছাত্র হাসিবুর রহমান (১৬), আলিফ আহমেদ সিয়াম (১৬), বিএনপি নেতা মামুন খন্দকার বিপ্লব (৪৫) ও সাদিকুর রহমান (২৭)। থানা সচল না থাকায় স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে যান।