হোটেলের সামনে ছিল দামি প্রাইভেট কার সেটি আগুনে পুড়িয়ে দিল দুর্বৃত্তরা। এরপর তারা হোটেলের ভেতর গিয়ে চালায় লুটপাট, ভাংচুর। হোটেলের পেছনে বাসায় গিয়েও ভাংচুর ও লুটপাট চালায়। লুটে নেওয়া হয় দুই নলা বন্ধুকও এই কথাগুলো কান্নজড়িত কন্ঠে বলছিলেন সিলেট নগরীর টুকের বাজার এলাকার তেমুখী বাজারের ব্যবসায়ী সুন্দর আলী। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে তার সকল স্বপ্ন এভাবেই ধুলিৎসাত করে দিয়েছে দুবৃত্তরা। গত ৫ আগষ্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার সংবাদের পর পরই এই তান্ডব চালানো হয় বলে তার অভিযোগ।
স্থানীয় লোকজন জানান, আওয়ামী লীগের সামান্য একজন সমর্থক ছিলেন তিনি। এরকায় তিনি একজন দানশীল মানুষ হিসাবেও পরিচিত। দলমত সবার সঙ্গেই ছিল তার সুসম্পর্ক। অথচ তার বাড়ি ঘেরাও লুটপাট চালানো হয়েছে।
স্থানীয় লোকজন এ ঘটনায় খুবই মর্মাহত হয়েছেন। তাদের দাবি এটি ব্যবসায়িক বিরোধের জেরে করা হয়ে থাকতে পারে।
স্থানীয় ও প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে বিকালে বেশ কিছু যুবক মিছিল নিয়ে ব্যবসায়ী সুন্দর আলীর তেমুখী বাজারের এশিয়া হোটেল এন্ড রেস্টেুরেন্ট এর সামনে যায়। তারা সেখানে গিয়েই আগুন দিয়ে পুড়িয়ে দেয় তার শখের ২০০৮ মডেলের এক্স্রিও প্রাইভেট কার। এরপর হামলাকারীরা তার রেষ্টুরেন্টের ভেতের ঢুকে ব্যাপক তান্ডব চালায়। তারা ভাংচুর করে লুটে নেয় রেষ্টেরেন্টের মালপত্র।
এছাড়া দুর্বৃত্তরা রেষ্টরেন্টের পেছনে ব্যবসায়ীর বাসায় ঢুকে ব্যপক লুটপাট চালায়। তারা ঘরের ভেতর থাকা স্বর্ণ, নগদ টাকা লুটে নেয়। একপর্যায়ে আলমিরার ভেতরে রক্ষিত লাইসেন্স করা দুনলা বন্দুক (লাইসেন্স নং-৭৭৯/১৬৩৯। বন্দুক নং-৪৪৩৮৯) লুটে নেয়। তারা জানান, তার শখের গাড়ির আগুন নেভানো হয়েছে। কিন্তু তার আগেই পুড়ে ছারখার হয়ে গেছে তার দামি গাড়িটি। সেখানে হামরা করে আহত করা হয়েছে ব্যবসায়ী সুন্দর আলীর আত্মীয় আল আমিনকে। আল আমিনকে শঙ্কটাপন্ন অবস্থায় ভর্তি করা হয়েছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
এ ব্যপারে ব্যবসায়ী সুন্দর আলী জানান, আমার স্বপ্নের সমাধি করে দিল ওরা। বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখিন হয়েছি। কিভাবে এই ক্ষতি পুষিয়ে নেব সেই চিন্তাই বার বার ঘুরপাক খাচ্ছে। আমার লাইসেন্স করা বন্দুক নিয়ে গেছে, ঘরে রাখা নগদ টাকা, স্বণালঙ্কারও নিয়ে গেছে। বন্দুকসহ লুটপাটের পর থানায় মামলা করতে গেলেও কাউকে পাইনি। বলতে গেলে অতি কষ্টের মধ্যে দিয়ে দিন পার করছি।
এ ব্যপারে সিলেট সিটি করপোরেশনের ৩৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. হেলাল উদ্দিন বলেন, এটি খুবই দুঃখজনক। ওই ব্যবসায়ীর যা ক্ষতি করা হয়েছে তা বলার মত নয়। তার হোটেল, বাড়ি সব তছনছ করে দেওয়া হয়েছে। এটি কোনভাবেই কাম্য নয়।
# সিলেট প্রতিদিন