সিলেটে ডিবি পুলিশের অভিযানে সাড়ে ১৬ লাখ টাকার ভারতীয় চোরাই চিনিসহ একটি ট্রাক জব্দ করেছে। এসময় আটক করা হয়েছে ২জনকে।
বুধবার (১৭জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের সিলেট ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সামন থেকে ট্রাক জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার বালুচর গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো.আলমগীর হোসেন (২২) ও একই জেলার গোমস্তাপুর চৌদলা গ্রামের মো. মোস্তফার ছেলে মো.আলীম (২০)।
পুলিশ জানায়, বুধবার(১৭জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ (রহ.) থানাধীন সিলেট-তামাবিল মহাসড়কের সিলেট ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সামন থেকে ভারতীয় চিনি বোঝাই ট্রাক জব্দ করা হয়। এসময় ট্রাক থেকে ২৭৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যার বাজারমূল্য সাড়ে ১৬ লাখ টাকা।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটকৃতদের বিরুদ্ধে শাহপরাণ (রহ.) থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৬, তারিখ-১৭/০৭/২০২৪খ্রি। আসামীদের পুলিশের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।