সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টিপাত হচ্ছে। জুলাই মাসের ৩-৪ তারিখ পর্যন্ত মাঝারি এবং ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে সিলেটসহ সারা দেশে।
রোববার (৩০ জুন) আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আব্দুর রহমান খান সময় সংবাদকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমাদের অ্যানালাইসিস অনুযায়ী যা জানতে পেয়েছি, তাতে মোটামুটি জুলাই মাসের তিন থেকে চার তারিখ পর্যন্ত বৃষ্টির এ ধারাটা অব্যাহত থাকার সম্ভাবনা আছে। এতে কোথাও কোথাও ভারি বৃষ্টি, কোথাও কোথাও হালকা বৃষ্টি ও কোথাও মাঝারি বৃষ্টিপাত হবে।’
‘বৃষ্টিপাতের ধারা এভাবেই থাকবে– কোথাও ১০০ মিলিমিটার ওপরে বৃষ্টিপাত হবে। কোথাও ৩০-৪০ মিলিমিটার। এবং এলাকার ধরন অনুযায়ী কোথাও কোথাও কম-বেশি হতে পারে।’
সিলেটে বৃষ্টিপাতের বিষয়ে তিনি বলেন, ‘সিলেটে গত কয়েক দিনে বৃষ্টিপাতের পরিমাণ কমলেও সামনে বৃষ্টিপাত বাড়বে। কয়েক দিনের মধ্যে উজানে ভারতের আসাম ও মিজোরামে বৃষ্টিপাত বাড়বে।’
সিলেট ও আশপাশের অঞ্চলে বৃষ্টিপাত কমলেও চট্টগ্রাম, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও খুলনা বিভাগসহ অন্যান্য অঞ্চলে বৃষ্টির পরিমাণ বেড়ে গেছে বলে জানান এ আবহাওয়াবিদ।