সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার কৃতি সন্তান মো:নিজাম উদ্দিন নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি মনোনীত হয়েছেন।তিনি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক মুক্তিযুদ্ধ গবেষণা বিষয়ক সহ সম্পাদক ছিলেন।১৫ ই জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানানো হয়েছে।
মো:নিজাম উদ্দিনের গ্রামের বাড়ি মধ্যনগর সদর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে।
মো:নিজাম উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগ থেকে অনার্স, মাস্টার্স সম্পন্ন করে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সশস্ত্রবাহিনীর ভূমিকা শীর্ষক বিষয়ের উপর এমফিল পার্ট ওয়ান সম্পন্ন করেছেন।বর্তমানে আইন বিষয়ে তিনি অধ্যয়নরত। ছাত্ররাজনীতির পাশাপাশি সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ের উপর পত্রিকায় তিনি রাজনৈতিক বিশ্লেষণ ধর্মী লেখালেখি করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই মো:নিজাম উদ্দিন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের একজন সক্রিয় কর্মী হিসাবে ভূমিকা রেখে আসছেন। একাধিক বার গ্রেপ্তার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন।
হাওরাঞ্চলের সর্বশেষ বন্যায় মধ্যনগর উপজেলায় তিনি ব্যাপক ত্রাণ তৎপরতায় যুক্ত ছিলেন। বিশেষ করে স্কুলে শিক্ষা উপকরণ বিতরণে তার কর্মসূচী সেই সময় প্রশংসিত হয়েছে।ভবিষ্যতে হাওরাঞ্চলের মানুষের জীবন মান এবং শিক্ষার উন্নয়নে এই তরুণ ছাত্রনেতা কাজ করার স্বপ্ন দেখেন।
নবগঠিত কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মো: নিজাম উদ্দিন বলেন, ছাত্রসমাজের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে কাজ করছি,ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে একজন সাধারণ কর্মী হিসাবে আজীবন কাজ করতে চাই।