নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসীর গণপিটুনিতে ডাকাত দলের দুই সদস্য নিহত হয়েছে। এসময় আশঙ্কাজনক অবস্থায় আরো দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল রবিবার দিবাগত রাত দেড়টার সময় উপজেলার বাগরী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বাগরী গ্রামের বিলের পাড়ে ১০/১২ জনের একটি ডাকাত দল সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
এসময় স্থানীয় কয়েকজন তাদের দেখতে পেয়ে মসজিদের মাইকে ডাকাত বলে ঘোষণা দিলে গ্রামবাসী একত্র হয়ে তাদের চারদিক থেকে ঘিরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। অন্যরা বিলের পানিতে ঝাঁপ দেয়। এ সময় শত শত টর্চলাইটের আলোতে তাদের খুঁজে বের করে বিল থেকে উঠিয়ে আরো দুইজনকে পিটিয়ে গুরুত্বর আহত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা জেনারেল হাসপাতালের মর্গে এবং আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
সোনারগাঁ থানার পরিদর্শক (অপারেশন) মহসিন মিয়া জানান, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ডাকাতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি নিহতের পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।