সিলেটে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব পড়েছে। রাত থেকে ধমকা হাওয়া, ঝড়-বৃষ্টি চলছে।এমন অবস্থায় সোমবার (২৭ মে) বিকাল থেকে সিলেট ওসমানী বিমানবন্দরে বিভিন্ন ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেছে। এছাড়া সিলেট এয়ারপোর্টে আটকা পড়েছে অন্তত ১২টি ফ্লাইট। এর মধ্যে নিয়মিত শিডিউলের পাশাপাশি অন্য এয়ারপোর্টের ফ্লাইটও রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ বিমান ও বেসরকারি একটি এয়ালাইন্স।
জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে সোমবার বিকাল থেকে সিলেট এয়ারপোর্টে বাংলাদেশ বিমান, ইউএস বাংলা, নভোএয়ার ও এয়ার অ্যাস্ট্রা এয়ারলাইন্সের ১২টি ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেছে। এর মধ্যে রয়েছে নিয়মতি উড্ডয়ন ও অবতরণ ফ্লাইট।
তাছাড়া সন্ধ্যার পর ঢাকা থেকে আসা একটি ফ্লাইট সিলেটে অবতরণের কথা থাকলেও না পেরে সেটি ফের ঢাকায় চলে যায়।
সিলেট এয়ারপোর্টে আটকা পড়া সব ফ্লাইট বাতিল করা হয়েছে।