তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, গুলশান আবাসিক এলাকার সিইসি (জি) ব্লকের ১৩৪ নম্বর (পুরাতন ১৩০ নম্বর) প্লটের ১২ কাঠা ১২ ছটাক জমির ওপর দুটি বেইসমেন্টসহ নির্মিত রেনকন আইকন টাওয়ারের চারটি ফ্ল্যাট কিনেছে বেনজীর ও তাঁর পরিবার।
এদিকে রেনকন আইকন টাওয়ারের ১৩/বি ফ্ল্যাটটি কেনা হয়েছে বেনজীর আহমেদের নাবালিকা মেয়ে জাহরা জেরিন বিনতে বেনজীরের নামে। জাহরা জেরিন বিনতে বেনজীরের পক্ষে দলিলে স্বাক্ষর করেছেন বেনজীর আহমেদ। যার দলিল নম্বর ২২৩৮।
দলিলের তথ্য পর্যালোচনায় দেখা যায়, সাভানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেডের পক্ষে জীশান মীর্জার কেনা ১২/এ ফ্ল্যাটটির দাম দেখানো হয়েছে ৫৬ লাখ টাকা। ১২/বি ফ্ল্যাটের দাম দেখানো হয়েছে ৫৬ লাখ টাকা এবং ১৩/এ ফ্ল্যাটের দাম দেখানো হয়েছে ৫৩ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া ১৩/বি ফ্ল্যাটটির দামও দেখানো হয়েছে ৫৩ লাখ ৫০ হাজার টাকা।
গতকাল দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজীর আহমেদের পরিবারের গুলশানের চারটি ফ্ল্যাট জব্দ (ক্রোক) করার আদেশ দিয়েছেন আদালত।
সুত্র-কালেরকন্ঠ