মাধবপুর থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। উপজেলার তেলিয়াপাড়া চা বাগান থেকে এই গাজা উদ্ধার করে ডিবি পুলিশ। এ বিষয়ে গতকাল রবিবার রাত ৯টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় পুলিশ সুপার বলেন, জেলায় যোগদান করেই বিপুল পরিমাণ মাদকসহ ব্যবসায়ীদের আটক করা হচ্ছে। জুয়াসহ বিভিন্ন অপরাধ বন্ধ হয়ে যাচ্ছে। এরপরও যারা এসবের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স রয়েছে। কাউকেই ছাড় দেয়া হবে না। গতকাল রবিবার সকালে ডিবির ওসি নুর হোসেন মামুনের নেতৃত্বে এসআই সত্যজিৎ চক্রবর্তী, এএসআই হালিমসহ একদল পুলিশ মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উল্লেখিত স্থান থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে ওই এলাকার বিশু তাতির পুত্র আসামি আশিক তাতি (৩২), বাচ্চু মিয়ার পুত্র সুজন মিয়া (৩৮) ও দূর্ন তাতির পুত্র সন্তোষ তাতি (৪৫) পালিয়ে যায়। এ ঘটনায উল্লেখিতদের নাম উল্লেখ করে মাধবপুর থানায় মামলা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার মূল্য কয়েক লক্ষ টাকা। পুলিশ সুপার আরও জানান, উল্লেখিত আসামিসহ আরও মাদক ব্যবসায়ীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ শিরোনাম :
মাধবপুর বাগান থেকে ৫০ কেজি গাজা উদ্ধার
- হবিগঞ্জ প্রতিনিধি::
- প্রকাশের সময় : ১২:৪৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
- ১৩১২
জনপ্রিয় সংবাদ