ধর্মপাশায় মোবাইল ফোনে লুডু খেলাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা জেরে মারধরের শিকার হয়ে আকিব শাহ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আকিব শাহ উপজেলার পাইকুরাটি ইউনিয়নের রাজাপুর গ্রামের কামরুল শাহ’র ছেলে ও বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় কামরুল শাহ একই গ্রামের শাহজাহান কবিরের ছেলে মূল অভিযুক্ত সাকিন ইনসান (১৯), একই গ্রামের আলী হোসেনের ছেলে অন্তর শাহ (১৯), শান্তু মিয়ার ছেলে নাজমুল হোসেন (২০) ও সাইকুল ইসলামের ছেলে রায়হান মিয়ার (১৯) বিরুদ্ধে বৃহস্পতিবার বেলা ১১ টায় ধর্মপাশা থানায় মামলা করেছেন। গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে রাজাপুর গ্রামে এই ঘটনা ঘটে। ওইদিন রাতেই পুলিশ ইনসানসহ অভিযুক্ত চারজনকে আটক করে। পরে ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশ জানায়, রাজাপুর গ্রামের সামনে রাজাপুর একটি গোরস্থান রয়েছে। সেই গোরস্থানের সিঁড়ির নিচে মোবাইলে লুডু খেলাকে কেন্দ্র করে ওইদিন সন্ধ্যা ৬টার দিকে আকিব ও সাকিনের মধ্যে তর্ক বিতর্ক হয়। তর্ক বিতর্কের এক পর্যায়ে ইনসান উত্তেজিত হয়ে আকিবের পিঠে সজোরে থাপ্পড় দিলে মাটিয়ে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায় আকিব। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এদিকে আকিবের বাবা মামলায় উল্লেখ করেন, অভিযুক্ত অন্তরের বাবা আলী হোসেনের সাথে তাদের (কামরুল) বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিল। ইনসান, নাজমুল ও রায়হানের সাথে লুডু খেলা নিয়ে আকিবের মনোমালিন্য ছিল। বুধবার ওই সময় গোরস্থানের সিঁড়ির নিচে অভিযুক্তরা মোবাইল ফোনে লুডু খেলছিল। এ নিয়ে আকিবের সাথে অভিযুক্তদের বাকবিত-া হয়। যার জেরে ইনসানের নির্দেশে অন্য অভিযুক্তরা আকিবকে কিল, ঘুষি, লাথি দিয়ে অজ্ঞান করে ফেলে। খবর পেয়ে আকিবের পরিবারের লোকজন আকিবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
ধর্মপাশা থানার ওসি মো. শামসুদ্দোহা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হবে। নিরপরাধ কেউ যাতে শাস্তি না পায় খেয়াল রেখে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।
সংবাদ শিরোনাম :
ধর্মপাশায় লুডু খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১
- সুনামগঞ্জ প্রতিনিধি::
- প্রকাশের সময় : ০১:৫৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪
- ২৯১
জনপ্রিয় সংবাদ