তাহিরপুরের পৈন্ডুপ বাজারে দুই উপজেলার নির্বাচনী প্রার্থীদের ব্যাপক প্রচার প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
সরেজমিনে পৈন্ডুপ বাজারে গিয়ে দেখা যায়, পৈন্ডুপ বাজারে জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাইকিং চলছে। বাজারের দোকান ঘরের দেয়ালে দেয়ালে পোস্টার লাগানো হয়েছে। একই সময়ে তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাইকিং চলছিল। বাজারের দোকানের দেয়ালে দেয়ালে পোস্টারও লাগানো আছে।
পৈন্ডুপ গ্রামের বাসিন্দা দীলিপ তালুকদার বলেন, পৈন্ডুপ বাজার একটি ঐতিহ্যবাহী বাজার। ওখানে নির্বাচনী প্রচারণার আমেজ আলাদা ধরনের। বাজারের একই মাঠে দুই উপজেলার নির্বাচনী প্রার্থীদের প্রচারণার চলে। নির্বাচনী প্রচারণা নিয়ে কোন কালেই দ্বন্দ্বের সৃষ্টি হয় না।
পৈন্ডুপ গ্রামের ইউনিয়ন পরিষদ সদস্য আতাউর রহমান বলেন, পৈন্ডুপ বাজারটি তাহিরপুর উপজেলা ও জামালগঞ্জ উপজেলার মধ্যবর্তী স্থানে হওয়ায় নির্বাচনী প্রচারণার আমেজ এখানে একটু ভিন্ন রকমের।
জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হরিনাকান্দি গ্রামের বাসিন্দা সারোয়ার হোসেন বলেন, পৈন্ডুপ বাজারটি তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার মধ্যবর্তী স্থানে হওয়ায় নির্বাচনী প্রচারণা দু’উপজেলার মাইকিং এখানে হয়। এতে আমরা সহজেই দুই উপজেলার প্রার্থীদের অবস্থা জানতে পারি।
সংবাদ শিরোনাম :
দুই উপজেলার প্রার্থীরা এক বাজারে প্রচারনা
- সুনামগঞ্জ প্রতিনিধি::
- প্রকাশের সময় : ১২:৫৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪
- ৬৬
জনপ্রিয় সংবাদ