৪দিন আগে খোয়া যাওয়া লাখ টাকা উদ্ধার করে পুলিশ ফিরিয়ে দিয়েছে হারানো ব্যক্তির নিকট।
ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়।
গতকাল বোরবার (১২ মে) রাতে জগন্নাথপুর থানায় ওই টাকা প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।
পুলিশ জানায়, গত ৮ এপ্রিল জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবসরপ্রাপ্ত নার্স সুপারভাইজার খোদেজা বেগম তাঁর স্বামী সৈয়দ বাহারুল ইসলামের কাছে দুই লাখ টাকা দিয়ে জগন্নাথপুর বাজারে ব্যাংকে জমা দিতে পাঠান। পথিমধ্যে বাহারুল ইসলামের প্যান্টের পকেট থেকে এক লাখ টাকার একটি বান্ডেল হারিয়ে যায়। পরে বিষয়টি জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মৌখিকভাবে জানান খোদেজা বেগম। এরপর থেকে ওই এক লাখ টাকা উদ্ধারে অভিযান শুরু করেন থানার উপপরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর এসআই জিয়া উদ্দিন এ ব্যাপারে কাজ শুরু করেন। একটি অটোরিকশায় ওঠার সময় টাকাগুলো অটোতেই পড়েছিল। রোববার টাকাগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে।
ওই অবসরপ্রাপ্ত নার্স সুপারভাইজার খোদেজা বেগম বলেন, টাকাগুলো ফিরে পাবো ভাবিনি। কারণ মনে হয়েছিল পকেটমার বা ছিনতাই হলে হয়তো পুলিশ খুঁজে বের করতে পারবে। কিন্তু এটা তো হারিয়ে যাওয়ার ঘটনা। বিষয়টি থানায় গিয়ে ওসিকে মৌখিকভাবে বলার পর তিনি খুবই গুরুত্ব সহকারি কাজ করেছেন। এজন্য তিনি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।