আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আজ শুক্রবার অন্তত ৩ শতাংশ বেড়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে ইরানে ইসরায়েলি পাল্টা হামলার খবর প্রকাশ হওয়ার পর, এশিয়ার শেয়ার ও বন্ডের দাম কমেছে। এ ঘটনায় স্বর্ণ ও অপরিশোধিত তেলের দাম লাফিয়ে বেড়েছে।
রয়টার্স জানায়, ইরানে হামলার পর ব্রেন্ট ক্রুডের দাম ২ ডলার ৬৩ সেন্ট বা ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯ ডলার ৭৪ সেন্টে ওঠে।
একই সঙ্গে ওয়েস্ট টেক্সেস ইন্টারমিডিয়েট বা ডাব্লিউটিআই ক্রুডের দাম ২ ডলার ৫৬ সেন্ট বা ৩ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ ডলার ৬৬ সেন্টে উঠেছে। অবশ্য বাংলাদেশ সময় দুপুর ১২টায় ওয়েল প্রাইজ ডট কমের তথ্যানুযায়ী, ব্রেন্ট ক্রুডের ব্যারেলপ্রতি দাম কিছুটা কমে ৮৮ ডলার ৭৬ সেন্টে রয়েছে। অন্যদিকে ডাব্লিউটিআই ক্রুডের দাম ৮৪ দশমিক ৫৩ সেন্টে রয়েছে। একই সঙ্গে সোনার দাম অল্প সময়ের জন্য রেকর্ড উচ্চতায় ওঠার পর আউন্সপ্রতি ২ হাজার ৪০০ ডলারে ঠেকেছে।
মার্কিন কর্মকর্তাদের বরাতে ইরানে ইসরায়েলের হামলার খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। যদিও ইসরায়েলের হামলার খবর অস্বীকার করেছে ইরান। বৃহস্পতিবার ১৯ এপ্রিল রাতে ইরানের ইসফাহান শহরে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে ইরান জানিয়েছে, ইসফাহানের আকাশে তিনটি ড্রোন ধ্বংস করে ভূপাতিত করা হয়েছে।
ইসরায়েল কোনো হামলা চালায়নি। ইরানের এক কর্মকর্তা বলেছেন, এটা কোনো ক্ষেপণাস্ত্র হামলা নয়। ইরানের প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় হওয়ার কারণেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।