মৌলভীবাজার পৌরসভার নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের শহরের দক্ষিন বড়কাপন জামে মসজিদের রাস্তা ও ড্রেন উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে দুটি কাজের উদ্বোধন করেন, পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন,পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকীবুর রহমান, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জালাল আহমেদ, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ সেলিম হক, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মাসুদ আহমেদ এবং পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেক সহ গণমান্য ব্যক্তিবর্গরা।
কাজের মধ্যে রয়েছে,দক্ষিণ বড়কাপন জামে মসজিদ রাস্তা কাজের মোট১,৬২,০২,৮৮৪.০০ টাকা, দৈর্ঘ্যঃ ৬৪০ মিটার ও দক্ষিন বড়কাপন জামে মসজিদের ড্রেন নির্মাণ কাজের চুক্তিমূল্যঃ ২,১৫,২৭,৯০৪.০০ টাকা,দৈৰ্ঘঃ ১২৮০ মিটার।