সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নে অগ্নিকাণ্ডের ঘটনায় বসতঘর ও গৃহপালিত পশু পুড়ে ছাই হয়েছে। চারটি বসতঘর ও ৩টি গৃহপালিত পশু পুড়ে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার রাত সাড়ে ১২টায় রঙ্গারচর গ্রামে আব্দুর রহমানের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাড়ির গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর পাশে থাকা বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুন দ্রুত পাশে থাকা আব্দুল আওয়াল, আব্দুল হামিদ, আব্দুল কাদিরের ঘরসহ মোট চারটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। হঠাৎ বাড়ির লোকজনের চিৎকার শুনে আশেপাশের সবাই ছুটে আসে। এসময় ঘরে থাকা লোকজন বের হয়ে আসতে পারায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়রা ৩টি সেচ মেশিন দিয়ে পনি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্তরা জানান, গোয়ালে থাকা ৩০—৫০ মন ধান, ঘরে থাকা নগদ ২ লাখ পঁচাত্তর হাজার টাকাসহ ঘরের যাবতীয় আসবাবপত্র, কাপড় চোপড় ও মূল্যবান মালামাল পুড়ে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে রঙ্গারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাই জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ইউনিয়ন পরিষদ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।