মৌলভীবাজারের রাজনগরে অগ্নিকান্ডে চারটি দোকান ও একটা বাসা বাড়ি পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে রাজনগর উপজেলার ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার বেলা আড়াইটায় উপজেলার মনসুরনগর ইউনিয়নের কুলাউড়া-মৌলভীবাজার সড়কের লঙ্গুর পুল নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
ফায়ার ব্রিগেড ও স্থাণীয় সূত্রে জানা যায়, মনসুরনগর ইউনিয়নের কুলাউড়া-মৌলভীবাজার সড়কের লঙ্গুর পুল নামক স্থানের ছোট একটি বাজার রয়েছে। শনিবার বিকাল আড়াইটার সময় জসিম মিয়ার ফার্মেসি থেকে ধুয়া বের হতে দেখা যায়। পরমূহুর্তে আগুন দ্রুত পাশের বাবুল মিয়ার টেইলারিং দোকান, শাহজালাল ভেরাইটিজ স্টোর এবং পাশের তহিদ মিয়ার বাড়িতে আগুন ছড়িয়ে পাড়ে। সাধারণ মানুষ আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। খবর পেয়ে রাজনগর উপজেলা ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে গিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে।
খবর পেয়ে রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান খান, উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমাসহ বিভিন্ন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ফায়ার সার্ভিসের রাজনগর উপজেলা স্টেশন ইনচার্জ আলী হোসেন সিলেটভিউ’কে বলেন, বন্ধ একটা ফার্মেসি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুন লেগেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।