Sylhet ১২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সকল ব্যবস্থা সম্পূর্ণ -আইজিপি

ঈদুল ফিতরে ঝুঁকিপূর্ণ যাত্রা না করতে জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

রোববার রাজধানীর সায়েদাবাদ জনপথ মোড়ে ঈদুল ফিতর উপলক্ষে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, জনগণের ঈদযাত্রা যেন স্বস্তিদায়ক হয়, সে জন্য পুলিশের সব ইউনিট একযোগে কাজ করছে। মাঠপর্যায়ে পুলিশের যেসব সদস্য কাজ করছেন, তাঁদের তদারকি করছেন জ্যেষ্ঠ কর্মকর্তারা।

ঝুঁকিপূর্ণ ঈদযাত্রা না করার অনুরোধ জানিয়ে আইজিপি বলেন, ‘আমরা সম্মানিত যাত্রীদের বলতে চাই, আপনারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে কোনো বাহনের যাত্রী হবে না।’

ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে পুলিশের অভিযান চলবে জানিয়ে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘মহাসড়কে নছিমন, করিমনসহ ভটভটি–জাতীয় বাহন চলাচল বন্ধ থাকবে। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। রাস্তায় ভ্রাম্যমাণ আদালত থাকবে। বেপরোয়া গতিতে যেন গাড়ি চালানো না হয়, সে জন্য আমরা সব চালককে অনুরোধ জানাব।’

আইজিপি বলেন, ঈদের ছুটিতে পর্যটনকেন্দ্রে লোকসমাগম বেশি হবে। পর্যটকদের নিরাপত্তা দিতে পর্যাপ্তসংখ্যক ট্যুরিস্ট পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। ট্যুরিস্ট পুলিশকে সহযোগিতা করার জন্য মহানগর পুলিশ, জেলা পুলিশসহ পুলিশের সব ইউনিট সুষ্ঠু সমন্বয় করে কাজ করবে।

ঈদের ছুটিতে ফাঁকা বাসার নিরাপত্তার বিষয়ে পুলিশপ্রধান জনসাধারণের উদ্দেশে বলেন, ‘ঈদের ছুটিতে অনেকেই বাড়ি যাবেন। এ সময় বাড়িতে কেউ যাতে অপরাধ সংঘটিত করতে না পারে, সে জন্য আপনারা ফ্ল্যাট বাসার নিরাপত্তার জন্য পাহারাদার নিয়োজিত রাখবেন। সিসিটিভি ক্যামেরা ঠিক আছে কি না এবং যেদিকে মুখ করে থাকার কথা, সেদিকে আছে কি না, তা আপনারা চেক করে নেবেন।’

জাল টাকার বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন আইজিপি। তিনি বলেন, ঈদের সময়ে দ্রুত কেনাকাটা হয়। সে সুযোগকে কাজে লাগিয়ে একটি চক্র জাল টাকা ছড়িয়ে দেয়। ফলে জাল টাকার কারণে অনেকে প্রতারিত হন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জগন্নাথপুর যুব জমিয়তের নবনির্বাচিত কমিটির পরিচিতি শপথ অনুষ্ঠিত

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সকল ব্যবস্থা সম্পূর্ণ -আইজিপি

প্রকাশের সময় : ০২:১৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪

ঈদুল ফিতরে ঝুঁকিপূর্ণ যাত্রা না করতে জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

রোববার রাজধানীর সায়েদাবাদ জনপথ মোড়ে ঈদুল ফিতর উপলক্ষে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, জনগণের ঈদযাত্রা যেন স্বস্তিদায়ক হয়, সে জন্য পুলিশের সব ইউনিট একযোগে কাজ করছে। মাঠপর্যায়ে পুলিশের যেসব সদস্য কাজ করছেন, তাঁদের তদারকি করছেন জ্যেষ্ঠ কর্মকর্তারা।

ঝুঁকিপূর্ণ ঈদযাত্রা না করার অনুরোধ জানিয়ে আইজিপি বলেন, ‘আমরা সম্মানিত যাত্রীদের বলতে চাই, আপনারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে কোনো বাহনের যাত্রী হবে না।’

ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে পুলিশের অভিযান চলবে জানিয়ে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘মহাসড়কে নছিমন, করিমনসহ ভটভটি–জাতীয় বাহন চলাচল বন্ধ থাকবে। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। রাস্তায় ভ্রাম্যমাণ আদালত থাকবে। বেপরোয়া গতিতে যেন গাড়ি চালানো না হয়, সে জন্য আমরা সব চালককে অনুরোধ জানাব।’

আইজিপি বলেন, ঈদের ছুটিতে পর্যটনকেন্দ্রে লোকসমাগম বেশি হবে। পর্যটকদের নিরাপত্তা দিতে পর্যাপ্তসংখ্যক ট্যুরিস্ট পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। ট্যুরিস্ট পুলিশকে সহযোগিতা করার জন্য মহানগর পুলিশ, জেলা পুলিশসহ পুলিশের সব ইউনিট সুষ্ঠু সমন্বয় করে কাজ করবে।

ঈদের ছুটিতে ফাঁকা বাসার নিরাপত্তার বিষয়ে পুলিশপ্রধান জনসাধারণের উদ্দেশে বলেন, ‘ঈদের ছুটিতে অনেকেই বাড়ি যাবেন। এ সময় বাড়িতে কেউ যাতে অপরাধ সংঘটিত করতে না পারে, সে জন্য আপনারা ফ্ল্যাট বাসার নিরাপত্তার জন্য পাহারাদার নিয়োজিত রাখবেন। সিসিটিভি ক্যামেরা ঠিক আছে কি না এবং যেদিকে মুখ করে থাকার কথা, সেদিকে আছে কি না, তা আপনারা চেক করে নেবেন।’

জাল টাকার বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন আইজিপি। তিনি বলেন, ঈদের সময়ে দ্রুত কেনাকাটা হয়। সে সুযোগকে কাজে লাগিয়ে একটি চক্র জাল টাকা ছড়িয়ে দেয়। ফলে জাল টাকার কারণে অনেকে প্রতারিত হন।