Sylhet ০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

৪ জমজ কন্যা শিশুর জন্ম

সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একসঙ্গে ৪ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন সোনিয়া খাতুন নামে এক গৃহবধূ। বুধবার দুপুর ১২টার দিকে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের নগরডালা করতোয়া ব্রিজের পাশে ইসলামিয়া হাসপাতালে ৪ শিশুর জন্ম হয়।

সোনিয়া খাতুন (২২) সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খোকশাবাড়ি গ্রামের অটোভ্যানচালক সবুজ আলী শেখের (৩৫) স্ত্রী। তাদের ১১ মাসের এক কন্যা রয়েছে।

ওই ৪ নবজাতককে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে শিশুর পিতা ভ্যানচালক সবুজ শেখ বলেন, আমি হতদরিদ্র  ভ্যানচালক। দিন আনি দিন খাই। আমার আগের একটি ১১ মাসের কন্যা সন্তান রয়েছে। এ অবস্থায় আমার স্ত্রী আবারো গর্ভবতী হয়ে পড়ে। আমরা নষ্ট করার সিদ্ধান্ত নেই। চিকিৎসক পরীক্ষা করে বলে একসঙ্গে ৩ সন্তান রয়েছে। তাই এটা নষ্ট করা ঠিক হবে না। তাই তার পরামর্শে রেখে দেই। ৮ মাসে আজ প্রসব বেদনা উঠলে এ হাসপাতালে নিয়ে আসি। একে একে ৪ শিশুর জন্ম হয়। শিশু ও মা সুস্থ থাকায় আমরা খুশি। কিন্তু এখন তাদের উন্নত চিকিৎসার প্রয়োজন। এজন্য অনেক টাকা দরকার কিন্তু আমার তো কোনো টাকাপয়সা নেই। তাই চরম বিপাকে পড়েছি। তাই হৃদয়বানরা আমার পাশে দাঁড়ালে আমার এই শিশুগুলোর প্রাণ বেঁচে যাবে।

এ বিষয়ে শিশুর মা সোনিয়া বলেন, শিশুগুলোকে বাঁচাতে সাহায্য সহযোগিতা প্রয়োজন। সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

এ বিষয়ে ইসলামিয়া হাসপাতালের এমডি মো. গোলাম মোস্তফা বলেন, প্রসববেদনা নিয়ে সকালে সোনিয়াকে আমাদের এখানে আনার পর আমরা আল্ট্রাসনোগ্রাম করে ৪ শিশু নিশ্চিত হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মা ও শিশুদের বাঁচাতে সিজারের পরামর্শ দেই। এরপর তাদের সম্মতিক্রমে ডা. ইখতিয়ার উদ্দিন সোহেল অপারেশন করেন। মা ও শিশুরা সুস্থ আছে। তাদের উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

৪ জমজ কন্যা শিশুর জন্ম

প্রকাশের সময় : ০৬:১১:১০ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪

সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একসঙ্গে ৪ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন সোনিয়া খাতুন নামে এক গৃহবধূ। বুধবার দুপুর ১২টার দিকে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের নগরডালা করতোয়া ব্রিজের পাশে ইসলামিয়া হাসপাতালে ৪ শিশুর জন্ম হয়।

সোনিয়া খাতুন (২২) সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খোকশাবাড়ি গ্রামের অটোভ্যানচালক সবুজ আলী শেখের (৩৫) স্ত্রী। তাদের ১১ মাসের এক কন্যা রয়েছে।

ওই ৪ নবজাতককে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে শিশুর পিতা ভ্যানচালক সবুজ শেখ বলেন, আমি হতদরিদ্র  ভ্যানচালক। দিন আনি দিন খাই। আমার আগের একটি ১১ মাসের কন্যা সন্তান রয়েছে। এ অবস্থায় আমার স্ত্রী আবারো গর্ভবতী হয়ে পড়ে। আমরা নষ্ট করার সিদ্ধান্ত নেই। চিকিৎসক পরীক্ষা করে বলে একসঙ্গে ৩ সন্তান রয়েছে। তাই এটা নষ্ট করা ঠিক হবে না। তাই তার পরামর্শে রেখে দেই। ৮ মাসে আজ প্রসব বেদনা উঠলে এ হাসপাতালে নিয়ে আসি। একে একে ৪ শিশুর জন্ম হয়। শিশু ও মা সুস্থ থাকায় আমরা খুশি। কিন্তু এখন তাদের উন্নত চিকিৎসার প্রয়োজন। এজন্য অনেক টাকা দরকার কিন্তু আমার তো কোনো টাকাপয়সা নেই। তাই চরম বিপাকে পড়েছি। তাই হৃদয়বানরা আমার পাশে দাঁড়ালে আমার এই শিশুগুলোর প্রাণ বেঁচে যাবে।

এ বিষয়ে শিশুর মা সোনিয়া বলেন, শিশুগুলোকে বাঁচাতে সাহায্য সহযোগিতা প্রয়োজন। সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

এ বিষয়ে ইসলামিয়া হাসপাতালের এমডি মো. গোলাম মোস্তফা বলেন, প্রসববেদনা নিয়ে সকালে সোনিয়াকে আমাদের এখানে আনার পর আমরা আল্ট্রাসনোগ্রাম করে ৪ শিশু নিশ্চিত হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মা ও শিশুদের বাঁচাতে সিজারের পরামর্শ দেই। এরপর তাদের সম্মতিক্রমে ডা. ইখতিয়ার উদ্দিন সোহেল অপারেশন করেন। মা ও শিশুরা সুস্থ আছে। তাদের উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।