বুধবার রাতে হঠাৎ বরেণ্য সংগীতশিল্পী সাদি মহম্মদের মৃত্যুতে স্তব্ধ হয়ে যায় সংগীতাঙ্গন। বিনয়ী, স্বল্পভাষী এই গুণী সংগীতশিল্পী যেমন গাইতেন ভালো, তেমনি গানের শিক্ষক হিসেবেও যথেষ্ট সুনাম ছিল তাঁর। দেশের অনেক তরুণ, প্রতিষ্ঠিত শিল্পীর গুরু ছিলেন তিনি। বছরের পর বছর গানের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করেছেন। তাঁর রয়েছে অসংখ্য অনুরাগী। সব ফেলে বুধবার রাতে চলে গেলেন অনন্তের পথে। পরিবারের সদস্য, পুলিশ এবং হাসপাতাল সূত্রে অনেকটা স্পষ্ট, আত্মহননের পথ বেছে নিয়েছিলেন এই শিল্পী। বুধবার (১৩ মার্চ) রাতে নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার বাদ জোহর মোহাম্মদপুর জামে মসজিদে জানাজা শেষে মোহাম্মদপুর কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে। তাঁর মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে না।
বুধবার রাতে জনপ্রিয় এই সংগীতশিল্পীর মৃত্যুর খবর শুনে অনেকে ছুটে যান তাঁর মোহাম্মদপুরের বাসায়। রাতে বাসা থেকে লাশ উদ্ধার করে নেওয়া হয় কাছাকাছি সোহরাওয়ার্দী হাসপাতালে। সাদি মহম্মদের মৃত্যুর খবর পেয়ে হাপাতালে যান নাসির উদ্দীন ইউসুফসহ সাংস্কৃতিক অঙ্গনের শুভাকাঙ্ক্ষীরা।
সংবাদ শিরোনাম :
অনেক অভিমান ছিল সাদি মহম্মদের
- সংবাদকর্মীর নাম
- প্রকাশের সময় : ১০:০৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
- ৫৯
জনপ্রিয় সংবাদ