Sylhet ১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মৌলভীবাজারে কুকুরের কামড়ে হাসপাতালে ভর্তি ২১

কুলাউড়ায় পাগলা কুকুরের কামড়ে শিশু, কিশোর, যুবক, নারী, বৃদ্ধসহ অন্তত ২১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে ও বুধবার দিনে কুলাউড়া পৌরশহরের বিভিন্ন স্থানে পাগলা কুকুরের কামড়ে এ আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহতদের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় ভুক্তভোগীরা জানান, কুলাউড়ার পৌর শহরের জয়পাশা, দতরমুড়ি, বিছরাকান্দি, উত্তরবাজার, উত্তর মাগুরা, মাগুরা, পরিনগর, বিভিন্ন স্থানে হঠাৎ করে পাগলা কুকুর মানুষদের কামড়াতে শুরু করে। এসময় অনেক মানুষকে কামড়ে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহতরা হলেন- কুলাউড়া পৌর শহরের মাগুরার আব্দুল ছামিদ (১৪), শিশু রাফিয়া (৪), রিয়াদ (১৯), রেল কলোনীর বাসিন্দা মিনারা বেগম (৫৭), পরিনগরের সায়েরা বেগম (৩৫), বিছরাকান্দির মামুনুর রশীদ চৌধুরী (৩৮),দতরমুড়ির মুস্তাফিজুর রহমান (৩৭), জয়চন্ডী ইউনিয়নের গিয়াসনগরের সাইফুর রহমান (৩০), ঘাঘটিয়ার খলিল মিয়া (৩৭), সাদিপুরের হানিফ মিয়া (৬০), ব্রাহ্মণবাজার ইউনিয়নের খুমিয়ার কাওসার মিয়া (১৯), হাজীপুর ইউনিয়নের সিয়াম (৯), কাদিপুর ইউনিয়নের তাসনিয়া (২১), গুপ্তগ্রামের সমিত চন্দ্র (২১), বরমচাল ইউনিয়নের একরামনগরের রহিম খাঁন (২০)। তাদের সবাইকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

কুকুরের কামড়ে আহত পৌর শহরের উত্তর মাগুরা এলাকার হানিফ মিয়া বলেন, ‘মঙ্গলবার রাত থেকে বুধবার বিকেল পর্যন্ত এ ঘটনা ঘটেছে। পরে স্থানীয় উত্তেজিত লোকজন পিটিয়ে কুকুরটিকে মেরে ফেলেছে।’

কুকুরের কামড়ে আহত পৌর শহরের মাগুরার রিয়াদ (১৯) বলেন, বুধবার বিকেল ৩টায় বাসা থেকে বের হয়ে বাজার করার জন্য বের হওয়ার সময় বাসার গেইটের সামনে হঠাৎ একটি পাগলা কুকুর আমাকে আক্রমণ করে। এসময় কুকুরটি আমার শরীরের পেঠে ও হাতে কামড় দেয়।

কুকুরের কামড়ে আহত ভূকশিমইল ইউনিয়নের সাদিপুর গ্রামের বাসিন্দা নিমার আলী (৬০) বলেন, আমি বুধবার সকালে বাড়ি থেকে রওয়ানা দিয়ে কুলাউড়া শহরে আসি। শহরে আসা মাত্র শহরের উত্তর বাজার সিএনজি স্ট্যান্ডে নামামাত্র পাগলা কুকুর আমার পায়ে ও হাতে কামড় দেয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জাকির হোসেন বলেন, ‘কুকুরের কামড়ে আহত ২১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিনামূল্যে সরকারি ভ্যাকসিন দেয়া হয়েছে। দুইজনকে  রেফার্ড করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে চিকিৎসা না নিলে জলাতঙ্কে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঝুঁকি থাকে।

পৌর মেয়র সিপার  আহমদ বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী কুকুর নিধনের কোনো সুযোগ নেই। তবে কুকুরের কামড়ানো রোগীদের সুস্থ করতে ভ্যাকসিনের ব্যবস্থা হাসপাতালে আছে। পাগলা কুকুরটিকে শনাক্ত করে ধরার চেষ্টা চলছে।

 

 

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জগন্নাথপুর যুব জমিয়তের নবনির্বাচিত কমিটির পরিচিতি শপথ অনুষ্ঠিত

মৌলভীবাজারে কুকুরের কামড়ে হাসপাতালে ভর্তি ২১

প্রকাশের সময় : ০৯:৫১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪

কুলাউড়ায় পাগলা কুকুরের কামড়ে শিশু, কিশোর, যুবক, নারী, বৃদ্ধসহ অন্তত ২১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে ও বুধবার দিনে কুলাউড়া পৌরশহরের বিভিন্ন স্থানে পাগলা কুকুরের কামড়ে এ আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহতদের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় ভুক্তভোগীরা জানান, কুলাউড়ার পৌর শহরের জয়পাশা, দতরমুড়ি, বিছরাকান্দি, উত্তরবাজার, উত্তর মাগুরা, মাগুরা, পরিনগর, বিভিন্ন স্থানে হঠাৎ করে পাগলা কুকুর মানুষদের কামড়াতে শুরু করে। এসময় অনেক মানুষকে কামড়ে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহতরা হলেন- কুলাউড়া পৌর শহরের মাগুরার আব্দুল ছামিদ (১৪), শিশু রাফিয়া (৪), রিয়াদ (১৯), রেল কলোনীর বাসিন্দা মিনারা বেগম (৫৭), পরিনগরের সায়েরা বেগম (৩৫), বিছরাকান্দির মামুনুর রশীদ চৌধুরী (৩৮),দতরমুড়ির মুস্তাফিজুর রহমান (৩৭), জয়চন্ডী ইউনিয়নের গিয়াসনগরের সাইফুর রহমান (৩০), ঘাঘটিয়ার খলিল মিয়া (৩৭), সাদিপুরের হানিফ মিয়া (৬০), ব্রাহ্মণবাজার ইউনিয়নের খুমিয়ার কাওসার মিয়া (১৯), হাজীপুর ইউনিয়নের সিয়াম (৯), কাদিপুর ইউনিয়নের তাসনিয়া (২১), গুপ্তগ্রামের সমিত চন্দ্র (২১), বরমচাল ইউনিয়নের একরামনগরের রহিম খাঁন (২০)। তাদের সবাইকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

কুকুরের কামড়ে আহত পৌর শহরের উত্তর মাগুরা এলাকার হানিফ মিয়া বলেন, ‘মঙ্গলবার রাত থেকে বুধবার বিকেল পর্যন্ত এ ঘটনা ঘটেছে। পরে স্থানীয় উত্তেজিত লোকজন পিটিয়ে কুকুরটিকে মেরে ফেলেছে।’

কুকুরের কামড়ে আহত পৌর শহরের মাগুরার রিয়াদ (১৯) বলেন, বুধবার বিকেল ৩টায় বাসা থেকে বের হয়ে বাজার করার জন্য বের হওয়ার সময় বাসার গেইটের সামনে হঠাৎ একটি পাগলা কুকুর আমাকে আক্রমণ করে। এসময় কুকুরটি আমার শরীরের পেঠে ও হাতে কামড় দেয়।

কুকুরের কামড়ে আহত ভূকশিমইল ইউনিয়নের সাদিপুর গ্রামের বাসিন্দা নিমার আলী (৬০) বলেন, আমি বুধবার সকালে বাড়ি থেকে রওয়ানা দিয়ে কুলাউড়া শহরে আসি। শহরে আসা মাত্র শহরের উত্তর বাজার সিএনজি স্ট্যান্ডে নামামাত্র পাগলা কুকুর আমার পায়ে ও হাতে কামড় দেয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জাকির হোসেন বলেন, ‘কুকুরের কামড়ে আহত ২১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিনামূল্যে সরকারি ভ্যাকসিন দেয়া হয়েছে। দুইজনকে  রেফার্ড করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে চিকিৎসা না নিলে জলাতঙ্কে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঝুঁকি থাকে।

পৌর মেয়র সিপার  আহমদ বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী কুকুর নিধনের কোনো সুযোগ নেই। তবে কুকুরের কামড়ানো রোগীদের সুস্থ করতে ভ্যাকসিনের ব্যবস্থা হাসপাতালে আছে। পাগলা কুকুরটিকে শনাক্ত করে ধরার চেষ্টা চলছে।