Sylhet ০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরের ব্যবসায়ী জামালের পরিবারসহ ইউকে সফর ও ওমরা পালনে যাত্রা

বিশেষ প্রতিনিধি::

জগন্নাথপুরের বিশিষ্ট ব্যবসায়ী  নলুয়া হাউজিং এস্টেট লিঃএর চেয়ারম্যান ,পপুলার ইলেকট্রনিক্সের(ওয়ালটনের) পরিচালক সাংবাদিক মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল  সংক্ষিপ্ত  সফরে  যুক্তরাজ্য ও  সৌদিআরবে ওমরাহের উদ্দেশ্যে  স্বপরিবারে  হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট হতে যাত্রা করেন।

তিনি গত ৩০ই মার্চ র্সৌদি এয়ারলাইন্সে ইউকে যাত্রা করেন। সংক্ষিপ্ত এ যাত্রায় যুক্তরাজ্য পারিবারিক মিলন মেলায় অংশগ্রহন করার পর ওমরা পালনে সৌদি আরব গমন করবেন।

সময় স্বল্পতার  কারণে সহকর্মী ও শুভানুধ্যায়িদের সঙ্গে সাক্ষাৎ করতে না পারায় তিনি ক্ষমা প্রার্থী এবং সকলের নিকট দোয়া কামনা করেন।

তিনি বলেন, আল্লাহর প্রিয় নবী হয়রত মোহাম্মাদ(সা:-এর পবিত্র ভূমি মক্কা মদিয়ায় ওমরা পালনের সময়  সকল মুসলিম উম্মার শান্তি কামনা করে সকলের জন্য আমি যেন আল্লার কাছে র্প্রাথনা করতে পারি সেজন্য আল্লাহ যে আমাকে তৌফিক দান করেন।আল্লাহ পাক যেন সহিছালামতে গন্তব্য পৌঁছাতে সহায়তা করেন  এবং  সফর শেষে আবার নিজ দেশে  ফিরে আসার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জগন্নাথপুরের ব্যবসায়ী জামালের পরিবারসহ ইউকে সফর ও ওমরা পালনে যাত্রা

প্রকাশের সময় : ০৭:০৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪

বিশেষ প্রতিনিধি::

জগন্নাথপুরের বিশিষ্ট ব্যবসায়ী  নলুয়া হাউজিং এস্টেট লিঃএর চেয়ারম্যান ,পপুলার ইলেকট্রনিক্সের(ওয়ালটনের) পরিচালক সাংবাদিক মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল  সংক্ষিপ্ত  সফরে  যুক্তরাজ্য ও  সৌদিআরবে ওমরাহের উদ্দেশ্যে  স্বপরিবারে  হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট হতে যাত্রা করেন।

তিনি গত ৩০ই মার্চ র্সৌদি এয়ারলাইন্সে ইউকে যাত্রা করেন। সংক্ষিপ্ত এ যাত্রায় যুক্তরাজ্য পারিবারিক মিলন মেলায় অংশগ্রহন করার পর ওমরা পালনে সৌদি আরব গমন করবেন।

সময় স্বল্পতার  কারণে সহকর্মী ও শুভানুধ্যায়িদের সঙ্গে সাক্ষাৎ করতে না পারায় তিনি ক্ষমা প্রার্থী এবং সকলের নিকট দোয়া কামনা করেন।

তিনি বলেন, আল্লাহর প্রিয় নবী হয়রত মোহাম্মাদ(সা:-এর পবিত্র ভূমি মক্কা মদিয়ায় ওমরা পালনের সময়  সকল মুসলিম উম্মার শান্তি কামনা করে সকলের জন্য আমি যেন আল্লার কাছে র্প্রাথনা করতে পারি সেজন্য আল্লাহ যে আমাকে তৌফিক দান করেন।আল্লাহ পাক যেন সহিছালামতে গন্তব্য পৌঁছাতে সহায়তা করেন  এবং  সফর শেষে আবার নিজ দেশে  ফিরে আসার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।