হাত ও পায়ের তালু ঘামে কেন
এ সমস্যা শুধু গ্রীষ্মে নয়। শীতসহ বছরের বারো মাসই হাত ও পায়ের তালু ঘেমে ভিজে যায়। কিন্তু কেন হাত ও পায়ের তালু ঘামে, তা অজানা অনেকের। সম্প্রতি এ ব্যাপারে দেশের একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন রাজধানীর ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের ডায়াবেটিস, থাইরয়েড, হরমোন ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মারুফা মোস্তারী। এবার তাহলে এ ব্যাপারে জেনে নেয়া যাক।
এ বিশেষজ্ঞ চিকিৎসকের ভাষ্যমতে, নানা কারণেই হাত ও পায়ের তালু ঘামতে পারে। বছরের যেকোনো সময় হতে পারে। হতে পারে ভিটামিনের ঘাটতি থেকে হাত ও পায়ের তালু ঘামে। আবার থাইরয়েডজনিত সমস্যার কারণেও ঘামতে পা
কারো শরীরে যদি থাইরয়েড হরমোন বৃদ্ধি পায় তাহলে হাত ও পায়ের তালু ঘেমে থাকে। তবে এর সঙ্গে অন্যান্য লক্ষণের দিকে খেয়াল রাখতে হবে। হাত ও পায়ের তালু ঘামার পাশাপাশি যদি ওজম কমে যায়, ক্ষুধার পরিমাণ বেড়ে যায়, বুক ধড়ফড় করে―তাহলে বুঝতে হবে থাইরয়েড বেড়ে যাওয়ার ফলে এমনটা হচ্ছে।
এছাড়াও নানা কারণে হাত ও পায়ের তালু ঘামতে পারে। এ জন্য বিশেষজ্ঞ কোনো চিকিৎসকের দ্বারস্থ হয়ে পরামর্শ নিতে হবে। কোনো পরীক্ষা-নিরীক্ষা দিলে সেসব করে নিশ্চিত হয়ে চিকিৎসা নিতে হবে বলেও জানিয়েছেন এ বিশেষজ্ঞ চিকিৎসক।