হবিগঞ্জে মুখে লাল কাপড় বেঁধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন ছাত্রীরা। আজ মঙ্গলবার দুপুরে শহরের বসন্ত কুমারী গোপাল চন্দ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে কোটা আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণ ও আন্দোলনের ছয় সমন্বয়ককে আটকের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা। এতে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীরা অংশ নেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বসন্ত কুমারী গোপাল চন্দ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে ছাত্রীরা নিজেদের মুখে লাল কাপড় বেঁধে জড়ো হন। তাঁদের হাতে ছিল বেশ কিছু প্ল্যাকার্ড। তাতে লিখা ছিল, ‘মোর ছাওয়ালকে মারল কেনে’, ‘প্রিয় ফুল খেলবার দিন নয়, অদ্য ধ্বংসের মুখোমুখি আমরা’।
কর্মসূচিতে অংশ নেন হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ, শচীন্দ্র ডিগ্রি কলেজসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীরা। তাঁরা প্রায় ৩০ মিনিট অবস্থান নেন। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে তাঁরা কর্মসূচি সমাপ্ত করে ঘটনাস্থল ত্যাগ করেন।
কর্মসূচিতে অংশ নেওয়া সায়মা রহমান নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেওয়া কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করতেই এখানে জড়ো হয়েছি। কোটা আন্দোলনে যাঁরা নিহত হয়েছেন, তাঁদের স্মরণে এবং এ আন্দোলনের যে ছয়জন সমন্বয়ককে আটক করা হয়েছে, তাঁদের মুক্তির দাবিতে আমাদের আজকের এ অবস্থান কর্মসূচি।