হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা গ্রামে ওয়াইফাইকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারী পুরুষসহ শতাধিক লোকজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতাল ও ১ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সোমবার সকাল ৮ টা থেকে সাড়ে ৯ টা পযন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পুরাসুন্দা গ্রামের ইসহাক সেবক মিয়ার সাথে একই গ্রামের নজরুল ইসলামের লোকজনের মধ্যে দির্ঘদিন ধরে ওয়াইফাই নেটওয়ার্ক নিয়ে বিরোধ চলে আসছিল এরি জেরে গত রোববার রাতেও তাদের মধ্যে টানটান উত্তোরজনা দেখা দেয়। এরি জেরে সোমবার সকালে একপর্যায়ে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার এক দল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
গুরুতর আহতদের মধ্যে রেনু আক্তার, (৩৬) জামাল আহমদ, (৪৫) আহাদ মিয়া,(৪৫) শ্যামল মিয়া, (২০) আজমল মিয়া,(১৮) সোহাগ মিয়া, (৪৩) জামাল মিয়া, (৩২) রুহান মিয়া, (২৪) ইসহাক মিয়া (৪৫) মনজু মিয়া, (২০) আব্বাস মিয়া, (৪০) শামীমা আক্তার (২০) রনি মিয়া, (২৫) আবিদ মিয়া, (২৮) মোজাহিদ মিয়া, (৩৪)সহ ১৫ জনকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার ওসি সংঘর্ষের ঘটনাটি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।