Sylhet ০৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

হবিগঞ্জে দুপক্ষেরে সংঘর্ষে আহত-৫০

হবিগঞ্জের বানিয়াচংয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

শনিবার (২৩ মার্চ) রাতে বানিয়াচং উপজেলার কবিরপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় কবিরপুর গ্রামের আব্দুল আলীম মিয়ার ছেলে আব্দুর রশিদের সাথে একই গ্রামের সহিবুল্লার ছেলে মান্নান মিয়ার মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। এ সময় একে অপরকে বিভিন্ন বিষয় নিয়ে চ্যালেঞ্জ-পাল্টা চ্যালেঞ্জ দিতে থাকেন। এর জের ধরে রাতে উভয়পক্ষের লোকজন, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রাইমারি স্কুল মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষের পর পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, সংঘর্ষে গুরুতর আহত বাছির মিয়া, ফজর আলী, মুছদ মিয়া, আব্দুর রশিদসহ ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অবস্থার অবনতি হলে একজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

সংঘর্ষের পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। তবে দাঙ্গাবাজদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কাজ চলছে।

 

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জগন্নাথপুর যুব জমিয়তের নবনির্বাচিত কমিটির পরিচিতি শপথ অনুষ্ঠিত

হবিগঞ্জে দুপক্ষেরে সংঘর্ষে আহত-৫০

প্রকাশের সময় : ১০:৫৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪

হবিগঞ্জের বানিয়াচংয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

শনিবার (২৩ মার্চ) রাতে বানিয়াচং উপজেলার কবিরপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় কবিরপুর গ্রামের আব্দুল আলীম মিয়ার ছেলে আব্দুর রশিদের সাথে একই গ্রামের সহিবুল্লার ছেলে মান্নান মিয়ার মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। এ সময় একে অপরকে বিভিন্ন বিষয় নিয়ে চ্যালেঞ্জ-পাল্টা চ্যালেঞ্জ দিতে থাকেন। এর জের ধরে রাতে উভয়পক্ষের লোকজন, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রাইমারি স্কুল মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষের পর পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, সংঘর্ষে গুরুতর আহত বাছির মিয়া, ফজর আলী, মুছদ মিয়া, আব্দুর রশিদসহ ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অবস্থার অবনতি হলে একজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

সংঘর্ষের পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। তবে দাঙ্গাবাজদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কাজ চলছে।