আজ(১৯ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ঐ সাত যুবককে গ্রেফতার করা হয়।
বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মশিহুর রহমান সোহেল।
গ্রেফতারকৃতরা হলেন- মো. মোর্শেদ (২৮), মো. লোকমান (৩৪), সুশিল চন্দ্র দাস (৪০), মো. কাইয়ুম শেখ (২২), মো. উজ্জল হোসেন (২৬), মো. ইমরান হোসেন (১৯) ও মো. ফিরোজ (১৯)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।