সীমান্ত নদী জাদুকাটার নৌ পথে বিদেশি মদ সহ চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা গবাদিপশু(গরু)’র চালান জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।
সোমবার সন্ধায় বিজিবি সিলেট সেক্টরের, সুনামগঞ্জ -২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি অধিনায়ক জানান,ব্যাটালিয়নের তাহিরপুরের লাউরগড় বিওপির বিজিবি টহল দল সোমবার দুপুরে জাদুকাটা নদীর নৌ পথে অভিযান চালিয়ে কার্টুন ভর্তি ২৮৪ বোতল বিদেশি মদ জব্দ করে। জব্দকৃত মদের আনুমানিক মূল্য প্রায়
একই দিন ভোররাতে ব্যাটালিয়নের দোয়ারাবাজারের পেকপাড়া ও বাঁশতলা বিওপির বিজিবি টহল দল সীমান্তের মোকামছড়া এবং জুমগাঁও সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ৭টি গবাদিপশু( গরু) জব্দ করে। জব্দকৃত গবাদিপশু, মদের মূল্য প্রায় ১১ লাখ ২৬ হাজার টাকা।
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সীমান্ত নদীতে বিদেশি মদ গবাদি পশুর চালান জব্দ
-
নিজস্ব প্রতিবেদক ::
- প্রকাশের সময় : ০১:১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
- ১০
জনপ্রিয় সংবাদ