সুনামগঞ্জ সীমান্ত এলাকায় ৪টি পিকআপসহ বিপুল পরিমাণ ভারতীয় চিনি, বিড়ি এবং জিরা জব্দ করেছে বর্ডারগার্ড বিজিবি। যার বাজার মূল্য এক কোটি ষোল হাজার আটশত ত্রিশ টাকা। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
জানা যায়, সোমবার ভোর চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চিনাকান্দি বিওপি’র একটি টহল পাটি সীমান্তের প্রায় ৯০০ গজ দেশের অভ্যন্তরে ছাতারকোনা নামক স্থানে অভিযান চালিয়ে ভারতীয় ১০ হাজার ৪৯৪ কেজি চিনি, ৯ হাজার ৯২০ প্যাকেট বিড়ি, ৯২ কেজি জিরা এবং ৪টি পিকআপ জব্দ করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা দৌড়ে পালিয়ে যায়।
সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে অভিযান চালিয়ে এক কোটি ষোল হাজার আটশত ত্রিশ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা দৌড়ে পালিয়ে গেছে। আটককৃত মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, সীমান্ত এলাকায় বিজিবি তৎপর রয়েছে এবং নজরদারি বাড়ানো হয়েছে