বিশেষ প্রতিনিধি::
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি মানবতার সেবায় রেডক্রিসেন্ট বোর্ডের সদস্যদের অকুণ্ঠ সমর্থন পেয়েছি। সুনামগঞ্জবাসীও আমাকে যে শক্তি এবং সাহস দিয়েছেন- আমি চেষ্টা করব সুনামগঞ্জে রেডক্রিসেন্ট কার্যালয় সহ ব্লাড ব্যাংক করার। রেডক্রিসেন্ট যেন আরও উন্নত হয়, আমি সেই চেষ্টা করব ইনশাআল্লাহ।
সুনামগঞ্জের কৃতি সন্তান, স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট চিকিৎসক, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. উবায়দুল কবির চৌধুরী’র সুনামগঞ্জ আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্রবার সন্ধ্যায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী হল রুমে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট।
রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য সেরুজ্জামান’র সঞ্চালনায় বক্তব্য রাখেন বিডিআরসিএস এর ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান চৌধুরী হেলাল, বিডিসিএস এর ম্যানেজিং কমিটি বোর্ড সদস্য মুন্সী কামরুজ্জামান কাজল, অ্যাড. সোহানা তাহমিনা, রবীন্দ্র মোহন সাহা রবি, মো. আব্দুল হামিদ, অ্যাড. মাহাবুবার রহমান তালুকদার, অ্যাড. শিহাব উদ্দিন শাহিন, মফিজুর রহমান বাবলু।
এসময় উপস্থিত ছিলেন ডা. মনোয়ার আলী, অ্যাড. হোসেন তওফিক চৌধুরী, আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নজরুল ইসলাম সেফু, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি পারভেজ আহমেদ চৌধুরী, অ্যাড. আব্দুল বাছিত চৌধুরী, রেডক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের আজীবন সদস্য দিলারা বেগম, অ্যাড. মল্লিক মঈন উদ্দিন সুহেল, মুনমুন চৌধুরী, বিটিভি জেলা প্রতিনিধি আইনুল ইসলাম বাবলু প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই দেশাত্মবোধক গান পরিবেশন করেন রেডক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবীরা। পরে অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এরপর রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যদের মাধ্যমে বিগত ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা সহ বিভিন্ন সেবামূলক কর্মকা-ের ভিডিও ডকুমেন্টারি পরিবেশন, শেষে রেডক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবীরা প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।