সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি’র সদস্য ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হক কে জেলা বিএনপির নয়া আহ্বায়ক কমিটিতে স্বাক্ষর ক্ষমতা প্রদান এবং আরও পাঁচজনকে আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে নতুনভাবে যুক্ত করা হয়েছে। মঙ্গলবার বিকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানানো হয়। বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এই চিঠি জেলা বিএনপির আহ্বায়ককে পাঠানো হয়েছে বলে দলীয় একাধিক নেতা নিশ্চিত করেছেন।
কমিটিতে যুক্ত করা অন্য পাঁচ সদস্য হলেন— জেলা যুবদলের আহ্বায়ক, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবুল মুনসুর শওকত, বিএনপি নেতা ব্যারিস্টার মাহদিন চৌধুরী, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রদল নেত্রী অ্যাডভোকেট হাফেজা ফেরদৌস লিপন এবং জেলা বিএনপির সাবেক সদস্য অশোক তালুকদার।
দেওয়ান জয়নুল জাকেরীন, অ্যাড. আব্দুল হক ও অ্যাডভোকেট হাফেজা ফেরদৌস লিপন দলীয় এই নির্দেশনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, সুনামগঞ্জ জেলা বিএনপির কমিটি বাতিল করে গেল চার নভেম্বর সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন কে আহ্বায়ক নির্বাচিত করে ৩২ সদস্যের জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা দেয় কেন্দ্রীয় বিএনপি। ওই কমিটিতে ইউনিট কমিটি গঠনে স্বাক্ষর দেবার ক্ষমতা আহ্বায়ক ছাড়া অন্য কার থাকবে, এই নিয়ে অস্পষ্টতা ছিল। এ নিয়ে দলের অভ্যন্তরে কয়েকদিন আলোচনাও ছিল। অন্য নতুন পাঁচ সদস্য ৩২ সদস্যের আহ্বায়ক কমিটিতে ছিলেন না। তাদেরকে মঙ্গলবার যুক্ত করা হয়েছে।