সিলেট- ১ আসনে যে দল বিজয়ী হয় সেই দলই সরকার গঠন করে এমন জনস্রুতি আছে দেশ জোড়ে। অর্থাৎ সিলেট-১ আসনটি যার সরকারও তার। তাই গুরুত্বপূর্ণ এই আসনে প্রার্থী বাছাইয়েও সব দল সর্তক থাকে।
এবারের জাতীয় নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ হওয়ায় জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও প্রার্থী বাছাইয়ে অনেক সতর্ক।
বিএনপির হাই কমান্ড সুত্রে জানাগেছে, সিলেট- ১ আসনে সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীকেই চায় হাই কমান্ড।
এদিকে দলের তৃণমূল নেতা-কর্মী ও সাধারণ জনগণও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকেই সিলেট -১ আসনে এমপি হিসেবে দেখতে চায়।
নিজ এলাকার দলীয় নেতা কর্মী ও জনগণের কথা চিন্তা করেই সিলেট-৪ নয়, সিলেট এক আসনেই নির্বাচন করবেন আরিফুল হক চৌধুরী।