সিলেটে মাত্র ৩ ঘন্টায় ২২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবার রাত ৯ টা থেকে ১২ টা পর্যন্ত এ বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
বৃষ্টির পানিতে ওসমানী মেডিকেলসহ নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে বৃষ্টির পানি দ্রুত নামার জন্য কাজ করছে সিসিকের পরিচ্ছন্নতা কর্মীরা।
জানা যায়, শনিবার রাত ৯ টার দিকে বৃষ্টি শুরু হয়। রাত প্রায় সাড়ে ১২ টা পর্যন্ত বৃষ্টি হয়। এতে নগরীর বিভিন্ন এলাকা বৃষ্টির পানিতে প্লাবিত হয়।
সিসিক সংশ্লিষ্টরা জানান, বৃষ্টির পানি দ্রুত নামতে বৃষ্টির মধ্যেও কাজ করছেন পরিচ্ছন্নতা কর্মীরা। নগরবাসী যাতে ভোগান্তি পোহাতে না হয় সেজন্য মধ্য রাতেও কাজ করছেন তারা।সিলেট আবহাওয়া অফিস সহকারী আবহাওয়াবিদ মো. সজিব জানিয়েছেন শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৯ টা পর্যন্ত ৩ মিলিমিটার এবং রাত ৯ টা থেকে ১২ টা পর্যন্ত ২২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।