সিলেটের জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের উদ্যোগে চলমান আকস্মিক বন্যায়, পবিত্র ঈদুল আযহাকালীন সময়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়া মানুষের জন্য রান্না করা উন্নতমানের খাবার বিতরণ করা হয়।
আজ মঙ্গলবার (১৮ জুন) বিকালে জেলা প্রশাসকের উদ্যোগের অংশ হিসেবে গোয়াইনঘাটের নন্দিরগাঁও ইউনিয়নের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রিত ১৫০ জনের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।
এছাড়াও উপজেলার সকল আশ্রয়কেন্দ্রে আশ্রিত লোকজনের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রান্না করা খাবার পরিবেশন করা হচ্ছে। পাশাপাশি প্রতি ইউনিয়নে ১.৫০ মেঃটন হারে মোট ২০.৫০ মেঃটন চাল উপ-বরাদ্দ প্রদান করা হয়েছে।
যা আগামীকাল আশ্রয়কেন্দ্রে আশ্রিত লোকজনকে অগ্রাধিকার দিয়ে বন্যাদুর্গত মানুষের মধ্যে বিতরণ করা হবে।
এদিকে সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় পানিবন্দী লোকদের উদ্ধারের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় তৎপরতা চালানো হচ্ছে। বন্যার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়গুলোতে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। প্রতিটি উপজেলায় ডেডিকেটেড অফিসার নিয়োগের পাশাপাশি প্রতিটি ইউনিয়নে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। বন্যার্তদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য ইউনিয়নভিত্তিক মেডিকেল টিম গঠন করে কার্যক্রম চালানো হচ্ছে।
আগামী ৩ দিন সিলেট অঞ্চলে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এ অবস্থা চলমান থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে বলে জানান আবহাওয়া অফিস।