আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে যুব এশিয়া কাপ বিজয়ী তরুণ ক্রিকেটার ইকবাল হোসেন ইমনের পরিবারকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সিলেটের দক্ষিণ সুরমায় আয়োজিত এক অনুষ্ঠানে এ উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, সারা দেশের নির্যাতিত নেতাকর্মী এবং অসহায় অসচ্ছল পরিবারের পাশে দাড়িয়েছে আমরা বিএনপি পরিবার। এটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি যুগান্তকারী পদক্ষেপ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শুধুমাত্র জুলাই আগস্টের নির্যাতিতদের বিচার করলে হবেনা, যারা বিগত ১৬ বছর বিএনপি নেতকর্মীদের নির্যাত নিপীড়ন চালিয়েছে সবার আগে তাদের বিচার করতে হবে।
জামায়াতের সমালোচনা করে রিজভী বলেন, যারা মুক্তিযুদ্ধে কোন ভূমিকা রাখেনি বরং বিরোধিতা করেছে তারা কোন মুখে নিজেদের দেশপ্রেমিক দাবি করেন।
আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে এবং কাতার বিএনপি নেতা শরীফুল হক সাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পরে ক্রিকেটার ইমনের পিতার নিকট আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে দুটি অটোরিকশা প্রদান করা হয়।