Sylhet ০৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটের আদালতে বিস্ফোরক আইনে আরেকটি মামলা

 

সিলেটে ছাত্র-জনতার আন্দোলনে দেশি অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগে বিস্ফোরক আইনে আরেকটি মামলা হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন নগরীর আটগাঁও চৌধুরীপাড়ার মো. হারুনুর রশিদ। তিনি পেশায় দিনমজুর।

আদালত মামলাটি গ্রহণ করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানাকে তদন্ত করার আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মিজানুর রহমান।

মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের ১১২ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ও ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুহেল আহমদ, ছাত্রলীগ নেতা খায়রুল ইসলাম, সামাদ আহমদ, অপু তালুকদার প্রমুখ রয়েছেন।

মামলার এজাহারে বলা হয়, গত ৪ আগস্ট বেলা ১১টার দিকে নগরীর বন্দরবাজার এলাকার ওসমানী শিশু পার্কের সামনে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আসামিরা দেশি অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালান। আসামিদের হাতে ধারালো অস্ত্র, দা, রামদা, হকিস্টিক, ইটপাটকেল, ককটেল ও আগ্নেয়াস্ত্র ছিল। আগ্নেয়াস্ত্র দিয়ে ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলি করা হয়। এতে অনেকে আহত হন। এ সময় বাদীর শরীরেও ছররা গুলি লাগে। তিনি সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এখনো তাঁর শরীরে ৮ থেকে ১০টি ছররা গুলি রয়ে গেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Sylhet Vision

জগন্নাথপুর যুব জমিয়তের নবনির্বাচিত কমিটির পরিচিতি শপথ অনুষ্ঠিত

সিলেটের আদালতে বিস্ফোরক আইনে আরেকটি মামলা

প্রকাশের সময় : ০৩:১০:০৪ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪

 

সিলেটে ছাত্র-জনতার আন্দোলনে দেশি অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগে বিস্ফোরক আইনে আরেকটি মামলা হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন নগরীর আটগাঁও চৌধুরীপাড়ার মো. হারুনুর রশিদ। তিনি পেশায় দিনমজুর।

আদালত মামলাটি গ্রহণ করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানাকে তদন্ত করার আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মিজানুর রহমান।

মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের ১১২ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ও ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুহেল আহমদ, ছাত্রলীগ নেতা খায়রুল ইসলাম, সামাদ আহমদ, অপু তালুকদার প্রমুখ রয়েছেন।

মামলার এজাহারে বলা হয়, গত ৪ আগস্ট বেলা ১১টার দিকে নগরীর বন্দরবাজার এলাকার ওসমানী শিশু পার্কের সামনে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আসামিরা দেশি অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালান। আসামিদের হাতে ধারালো অস্ত্র, দা, রামদা, হকিস্টিক, ইটপাটকেল, ককটেল ও আগ্নেয়াস্ত্র ছিল। আগ্নেয়াস্ত্র দিয়ে ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলি করা হয়। এতে অনেকে আহত হন। এ সময় বাদীর শরীরেও ছররা গুলি লাগে। তিনি সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এখনো তাঁর শরীরে ৮ থেকে ১০টি ছররা গুলি রয়ে গেছে।