জনপ্রিয় সংগীত শিল্পী পাগল হাসান – এক্সিডেন্টে মারা গেছেন – ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন।তিনি ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের শিমুতলা গ্রামের বাসিন্ধা।
আজ (১৮এপ্রিল) সকালে সুনামগঞ্জের ছাতকের সুরমা ব্রিজের সামনে বাস সিএনজির মুখোমুখি সংঘর্ষে পাগল হাসানসহ ঘটনাস্থলেই ২ জন মারা যান ও গুরুত্ব আহত হন ৩ জন।
হাছন রাজা, রাধারমন দত্ত, শাহ আব্দুল করিম, দুরবিন শাহ – এর উত্তরসুরী হতে পারতেন আমাদের পাগল হাসান। হাওরের বাতাশের সুরের মতো গলায় তার দরদী কন্ঠ থামিয়ে দিলো অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা।
“তুমি আইও আমার বাড়িতে বইতে দিমু পিড়ীতে গান শুনাইমু মনেরই মতন। আমার বাড়ি রইল নিমন্ত্রণ।”
এরকম সহজ সরল ভাষায় গান রচনা করে বর্তমান প্রজন্মের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। পাগল হাসান শুধু গীতিকার ই না, ছিলেন সুরকার ও শিল্পিও। বহু গুনে গুনান্বিত এই পাগলের লেখা প্রতিটি গানের মধ্যে মাটির কাঁচা গন্ধ ও মানুষের গল্প সম্ভার উঠে আসতো।
“জীবন খাতায়” গানটি এখন সারা দেশে সবচেয়ে জনপ্রিয় গান। তাছাড়া মাটির বালা খানা, কলংকি, গ্রামেগঞ্জে, মন আমার মরা নদী সহ অসংখ্য গানের স্রষ্টাও তিনি।
তার অন্যতম গুন নিরহংকার, সহজ সরল জীবন যাপন… রঙিন দুনিয়ার মাঝেও নিজেকে একদম চর্চায়, মননশীলতায়, সরল সুরে জড়িয়ে রেখেছিলেন নিজেকে।
পাগল হাসানের মৃত্যুর খবরটি নিশ্চিত করে ছাতক থানায় অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ শাহ আলম বলেন, সকাল পৌণে সাতটার দিকে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুজনেই ঘটনাস্থলে মারা যান। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাস আটক রয়েছে।