সারা দেশের ন্যায় সিলেট শিক্ষাবোর্ডের অধীনে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা।
আজ(১০ এপ্রিল)সকাল ১০ ঘটিকা থেকে সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ৯৪৫ শিক্ষা প্রতিষ্ঠানের এক লাখ ৩ হাজার ১ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।
এরমধ্যে ছেলে ৪২ হাজার ১০৮ জন এবং মেয়ে ৬০ হাজার ৮৯৩ জন।
সিলেট শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, বোর্ডের অধীনে ১৫৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।বোর্ডের তথ্য মতে, এবার এসএসসি পরীক্ষায় ছাত্রদের চেয়ে ছাত্রী অংশগ্রহণ বেশি।
এ বছর এসএসসি পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থীর মধ্যে রেজিস্ট্রেশনকৃত ৯৭ হাজার ৯৬১ জন ছাত্র-ছাত্রীর মধ্যে পরীক্ষায় বসছেন ৭৬ হাজার ৭৪৯ জন। অনিয়মিত পরীক্ষার্থী ২৬ হাজার ২২০ জন। এর মধ্যে এক বিষয়ে অকৃতকার্য ১৬ হাজার ৩১৬ জন, দুই বিষয়ে অকৃতকার্য ৪ হাজার ৪৯ জন, ৩ বিষয়ে অকৃতকার্য ৯৯৮ জন, চার বিষয়ে অকৃতকার্য ১৬৭ জন এবং সব বিষয়ে ফেল ৪ হাজার ৬৬০ জন পরীক্ষায় বসছেন। এছাড়া মানোন্নয়ন দিচ্ছেন ৩২ জন।