Sylhet ০৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে জেল হাজতে প্রেরণ

  • ভিশন ডেস্ক ::
  • প্রকাশের সময় : ১১:২৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
  • ১৩

 

 

সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। শুক্রবার সকাল সোয়া দশটায় সুনামগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ফারহান সাদিকের আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

আদালত সংশ্লিষ্টরা জানান, সকাল সোয়া দশটায় এমএ মান্নান কে আদালতে হাজির করলে আসামি পক্ষের হয়ে আইনজীবী শফিকুল ইসলাম ও নুর আলম তার জামিন প্রার্থনা করেন। অন্যতায় অসুস্থ্য বিবেচনায় তাকে হাসপাতালে প্রেরণের জন্য আবেদন করেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাড. মাসুক আলম বলেন, আমরা তখন আদালত কে বলেছি এটা দ্রুত বিচার আইনের মামলা। সংশ্লিষ্ট আদালতের বিচারকও অনুপস্থিত। শুনেছি পুলিশ ও রিমান্ড চাইবে। সুতরাং সংশ্লিষ্ট বিচারিক আদালতে  সকল পক্ষের শুনানি হতে পারে।

বিচারক মুহাম্মদ ফারহান সাদিক পরে কাস্টডিমূলে এমএ মান্নান কে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। পরবর্তীতে সংশ্লিষ্ট আদালতে শুনানি হবে বলে জানান।
বাদীপক্ষে আরও আইনজীবী ছিলেন,  জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শেরেনুর আলী, আমিরুল ইসলাম, মোশাহিদ আলী, মামুনুর রশিদ কয়েস প্রমুখ।

 

এর আগে সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানকে বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় তাঁর শান্তিগঞ্জের বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত. গেল চার আগস্টে ছাত্র—জনতার মিছিলে পুলিশ ও আওয়ামী লীগের হামলার ঘটনায় গুলিবিদ্ধ আহত দোয়ারাবাজার উপজেলার এরোয়াখাই গ্রামের জহুর আলীর ভাই হা ফিজ আহমদ বাদী হয়ে দুই সেপ্টেম্বর ৯৯ জনের নামোল্লেখ করে ২০০ জনকে আসামী করে মামলা দায়ের করেন। এই মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট এক নম্বর ও এমএ মান্নানকে দুই নম্বর আসামী করা হয়েছে।

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে এম এ মান্নান আওয়ামী লীগরে দলীয় প্রার্থী হন। সেই নির্বাচনে ধানের শীষ প্রতীকে শাহিনুর পাশা চৌধুরী ৫৬ হাজার ৪৭১ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়ছেলিনে। এমএ মান্নান ১ লক্ষ ৩৩ হাজার ৫৬৬ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। সেই থেকে সুনামগঞ্জ—৩ আসনে টানা ৪র্থ বাররে মতো গেল নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে জয়ী হয়েছিলেন এমএ মান্নান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Sylhet Vision

জনপ্রিয় সংবাদ

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে জেল হাজতে প্রেরণ

প্রকাশের সময় : ১১:২৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

 

 

সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। শুক্রবার সকাল সোয়া দশটায় সুনামগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ফারহান সাদিকের আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

আদালত সংশ্লিষ্টরা জানান, সকাল সোয়া দশটায় এমএ মান্নান কে আদালতে হাজির করলে আসামি পক্ষের হয়ে আইনজীবী শফিকুল ইসলাম ও নুর আলম তার জামিন প্রার্থনা করেন। অন্যতায় অসুস্থ্য বিবেচনায় তাকে হাসপাতালে প্রেরণের জন্য আবেদন করেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাড. মাসুক আলম বলেন, আমরা তখন আদালত কে বলেছি এটা দ্রুত বিচার আইনের মামলা। সংশ্লিষ্ট আদালতের বিচারকও অনুপস্থিত। শুনেছি পুলিশ ও রিমান্ড চাইবে। সুতরাং সংশ্লিষ্ট বিচারিক আদালতে  সকল পক্ষের শুনানি হতে পারে।

বিচারক মুহাম্মদ ফারহান সাদিক পরে কাস্টডিমূলে এমএ মান্নান কে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। পরবর্তীতে সংশ্লিষ্ট আদালতে শুনানি হবে বলে জানান।
বাদীপক্ষে আরও আইনজীবী ছিলেন,  জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শেরেনুর আলী, আমিরুল ইসলাম, মোশাহিদ আলী, মামুনুর রশিদ কয়েস প্রমুখ।

 

এর আগে সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানকে বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় তাঁর শান্তিগঞ্জের বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত. গেল চার আগস্টে ছাত্র—জনতার মিছিলে পুলিশ ও আওয়ামী লীগের হামলার ঘটনায় গুলিবিদ্ধ আহত দোয়ারাবাজার উপজেলার এরোয়াখাই গ্রামের জহুর আলীর ভাই হা ফিজ আহমদ বাদী হয়ে দুই সেপ্টেম্বর ৯৯ জনের নামোল্লেখ করে ২০০ জনকে আসামী করে মামলা দায়ের করেন। এই মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট এক নম্বর ও এমএ মান্নানকে দুই নম্বর আসামী করা হয়েছে।

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে এম এ মান্নান আওয়ামী লীগরে দলীয় প্রার্থী হন। সেই নির্বাচনে ধানের শীষ প্রতীকে শাহিনুর পাশা চৌধুরী ৫৬ হাজার ৪৭১ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়ছেলিনে। এমএ মান্নান ১ লক্ষ ৩৩ হাজার ৫৬৬ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। সেই থেকে সুনামগঞ্জ—৩ আসনে টানা ৪র্থ বাররে মতো গেল নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে জয়ী হয়েছিলেন এমএ মান্নান।