Sylhet ০৬:২৭ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে হবে-উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন

শিক্ষার্থীরা যাতে ঝরে না পড়ে সে বিষয়টি খেয়াল রাখতে হবে উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা  উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী কমে যাচ্ছে। সরকারি প্রাথমিকের শিক্ষার্থীরা কেন ঝরে পড়ে সে বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে।

তিনি আরও বলেন, মানুষের পারসেপশন হলো সরকারি প্রাথমিক স্কুলে পড়ালেখা হয় না। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৯ জন ছাত্রের জন্য একজন শিক্ষক। এটি একটি স্ট্যান্ডার্ড অবস্থায় আছে; যা শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য লেখাপড়ার উপযোগী।

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সুনামগঞ্জের পিটিআইতে ‘আর্থিক ব্যবস্থাপনা ও বাজেট বাস্তবায়ন সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য পঞ্চম শ্রেণি পাশ করে একজন শিক্ষার্থী যেন বাংলা ভালোমতো বুঝে পড়তে পারে, লিখতে পারে, অঙ্ক, যোগ-বিয়োগ, গুণ-ভাগ ভালো মতো করতে পারে। সেই লক্ষ্যে শিক্ষকগণ সচেতন থাকবেন।

এ সময় অন্যান্যের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ড. মো: আতাউল গণি ও জেলা প্রশাসক ড. মো: ইলিয়াস মিয়া, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক মো. জালাল উদ্দিন, সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল, পিটিআইর সুপারিনটেনডেন্ট দীপঙ্কর মোহান্ত উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Sylhet Vision

শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে হবে-উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন

শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে হবে-উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন

প্রকাশের সময় : ১০:৪৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

শিক্ষার্থীরা যাতে ঝরে না পড়ে সে বিষয়টি খেয়াল রাখতে হবে উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা  উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী কমে যাচ্ছে। সরকারি প্রাথমিকের শিক্ষার্থীরা কেন ঝরে পড়ে সে বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে।

তিনি আরও বলেন, মানুষের পারসেপশন হলো সরকারি প্রাথমিক স্কুলে পড়ালেখা হয় না। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৯ জন ছাত্রের জন্য একজন শিক্ষক। এটি একটি স্ট্যান্ডার্ড অবস্থায় আছে; যা শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য লেখাপড়ার উপযোগী।

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সুনামগঞ্জের পিটিআইতে ‘আর্থিক ব্যবস্থাপনা ও বাজেট বাস্তবায়ন সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য পঞ্চম শ্রেণি পাশ করে একজন শিক্ষার্থী যেন বাংলা ভালোমতো বুঝে পড়তে পারে, লিখতে পারে, অঙ্ক, যোগ-বিয়োগ, গুণ-ভাগ ভালো মতো করতে পারে। সেই লক্ষ্যে শিক্ষকগণ সচেতন থাকবেন।

এ সময় অন্যান্যের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ড. মো: আতাউল গণি ও জেলা প্রশাসক ড. মো: ইলিয়াস মিয়া, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক মো. জালাল উদ্দিন, সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল, পিটিআইর সুপারিনটেনডেন্ট দীপঙ্কর মোহান্ত উপস্থিত ছিলেন।