সুনামগঞ্জের শাল্লায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার (৮ মে) দুপুরে উপজেলার চব্বিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে ঘোড়া ও আনারস প্রতীকের সর্মথকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টায় শাল্লা উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শুরুর পর থেকেই ঘোড়া প্রতীকের প্রার্থী অবনী মোহন দাস ও আনারস প্রতীকের প্রার্থী মগনেন্দ্র চন্দ্র সরকারের সমর্থকরা কেন্দ্রে আসা ভোটারদের নানা ভাবে তাদের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানায়। পর দুই পক্ষ একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১০ জন আহত হয়েছেন।
শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।