শায়েস্তাগঞ্জে আটক চোরাকারবারিদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। এ মামলার নেপথ্যে কারা আছে তাদেরও গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ।
গত বৃহস্পতিবার বিকালে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমানের নির্দেশে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোবারক হোসেন ভূইয়ার নেতৃত্বে একদল পুলিশ মহাসড়কের বিরামচর এলাকায় অভিযান চালিয়ে ৫ ট্রাক ভর্তি ভারতীয় চিনি আটক করে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চালক, হেলপার ও চোরাকারবারিসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা চোরাকারবারের কথা স্বীকার করেছে। প্রতি ট্রাকে ১৮০ বস্তা করে মোট ১৪৬৫ বস্তা চিনি জব্দ করা হয়। যার বাজার মুল্য কয়েক কোটি টাকা।
ওসি আরও জানান, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটকদের বাড়ি বিভিন্ন জেলায়। তাদের গডফাদার কে খুঁজের বের করার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হবে। গতকাল শুক্রবার বিকালে আটকদের আদালতে প্রেরণ করা হয়। এদিকে তাদের গডফাদারদের নাম জানার জন্য পুলিশ রিমান্ডে আনবে।