শান্তিগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যােগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব- পহেলা বৈশাখ।
রবিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গানের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ১৪৩০ বাংলা বর্ষবরণের উৎসব শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা বর্ষবরণ উৎসব উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সহ-সভাপতি মোঃ নুরুল হক এবং শান্তিগঞ্জ উপজেলা শাখার উদীচী’র সর্বস্তরের নেতৃবৃন্দ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
পরে সকাল ১১ টা ২০ মিনিটে মঙ্গল শোভাযাত্রা উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে শুরু হয়ে সুনামগঞ্জ -সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে সমাপ্তি হয়। এতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা মঙ্গল শোভাযাত্রায় অংশ গ্রহন করেন।