সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের রাজারগাঁওসংলগ্ন যাদুকাটা নদীতে শনিবার অনুষ্ঠিত হবে পুণ্যতীর্থ পুণ্যস্নান। এ বছর পুণ্যস্নানের সময় শনিবার (৬ এপ্রিল) সকাল ৭টা ৫২ মিনিট ১৬ সেকেন্ড থেকে দুপুর ১টা ৪৯ মিনিট ২৪ সেকেন্ড পর্যন্ত।
প্রতিবছর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশীতে এ পুণ্যস্নান অনুষ্ঠিত হয়। মা নাভা দেবীর মনোবাসনা পূরণ করতে মহাপুরুষ শ্রীমান অদ্বৈত আচার্য প্রভু ১৫১৬ খ্রিস্টাব্দে এই তীর্থের সূচনা করেন।
ওই সময়ে সপ্ততীর্থ গঙ্গা, যমুনা, গদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু ও কাবেরীগণের আগমণ ঘটে যাদুকাটা নদীর এই স্থানে। তীর্থযাত্রীরা পণ করেছিলেন যত দিন পৃথিবী থাকবে তত দিন প্রতিবছর এই সময়, এই স্থানে তাঁদের আগমণ ঘটবে। সেই থেকেই এই তীর্থের নাম হয় ‘পুণ্যতীর্থ’।
পঞ্চদশ শতাব্দীর বৈষ্ণব সাধক শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জন্মস্থান বর্তমান তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের নবগ্রামে।
কিন্তু সেই গ্রাম নদীগর্ভে বিলীন হয়েছে বহু আগেই। বর্তমানে অদ্বৈত আচার্য মন্দির গড়ে উঠেছে যাদুকাটা নদীর তীরবর্তী লাউড়েরগড়ের পাশে রাজারগাঁও নামক স্থানে। প্রতিবছর পুণ্যস্নানের জন্য এখানে কয়েক লাখ লোকের আগমণ ঘটে।