রমজান মাসে মুসলিমপ্রধান দেশের মানুষের জীবনধারা বদলে যায়। তবে এ মাসেও সেসব দেশে অনেকে ভ্রমণে যান। হয়তো কর্মস্থল থেকেই আপনাকে পাঠানো হলো এমন কোনো দেশে। সে ক্ষেত্রেও নিশ্চয়ই কেবল ‘কাজ’টুকু সেরেই চলে আসবেন না! কাজের ফাঁকে সে দেশটা একটু–আধটু ঘুরেও দেখবেন। আর যদি কেবল ঘোরাঘুরির জন্যই গিয়ে থাকেন, তাহলে তো কথাই নেই। ঈদ উদ্যাপনের জন্যও রমজানের শেষ দিকটায় অন্য দেশে বেড়াতে যেতে পারেন অনেকে। উদ্দেশ্য যা–ই হোক, মুসলিমপ্রধান দেশে এ সময় ভ্রমণে যাওয়ার আগে এই বিষয়গুলো জেনে রাখুন।
দর্শনীয় স্থান, দোকানপাট, খোলা থাকবে তো?
মুসলিমপ্রধান দেশে রমজান মাসে কর্মসময়ে বেশ পরিবর্তন আসে। ওই সব জায়গায় ভ্রমণে গেলে দর্শনীয় স্থান, দোকানপাট—এসব খোলা পাবেন কি না, পেলেও সেগুলো কোন সময় খোলা থাকবে—এসবই জেনে রাখা ভালো। একই দেশের ভিন্ন ভিন্ন স্থানেও এই বিষয়গুলো আলাদা হয়। জনপ্রিয় দর্শনীয় স্থান এবং আশপাশের এলাকা, যেখানে সব ধর্মের মানুষের আনাগোনা থাকে, সেগুলোতে সাধারণত রমজানের কারণে তেমন পরিবর্তন ঘটে না।