আগ্নেয়াস্ত্রসহ ডাকাত সর্দার আব্দুল কুদ্দুছকে আটক করেছে যৌথবাহিনী।
শনিবার তাকে সুনামগঞ্জের ছাতক থানায় সোপর্দ করা হয়েছে।
কুদ্দুছ ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের ইদাজ উল্লাহর ছেলে।
শনিবার ভোররাতে ছাতকের হায়দরপুর গ্রামে ৪২ বীর (বিয়ার) ১১ পদাতিক ডিভিশনের সেনা সদস্য ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী অভিযান চালিয়ে কুদ্দুছকে আটক করে।
ওই সময় তার হেফাজত থেকে একটি আগ্নেয়াস্ত্র (পাইপগান), একাধিক দেশীয় অস্ত্র উদ্যার করা হয়।
ছাতক থানার ডিউটি অফিসার জানান,কুদ্দুছের বিরুদ্ধে শনিবার রাতে একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে এছাড়াও আরো একটি অস্ত্র মামলাসহ একাধিক ডাকাতি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
সংবাদ শিরোনাম :
যৌথবাহিনীর হাতে আগ্নেয়াস্ত্র সহ ডাকাত সর্দার আটক
-
নিজস্ব প্রতিবেদক ::
- প্রকাশের সময় : ০৩:২৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
- ৫৫
জনপ্রিয় সংবাদ